ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিজয়ের দিনে ‘কোর্ট মার্শাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বিজয়ের দিনে ‘কোর্ট মার্শাল’

নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের প্রথম  প্রযোজনা ‘কোর্ট মার্শাল’ মঞ্চে আসে ১৯৯২ সালে। দেশ-বিদেশে প্রশংসিত নাটকটির বিশেষ প্রদর্শনী থাকছে আগামীকাল বুধবার(১৬ ডিসেম্বর) বিজয়ের দিনে।



থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবের আমন্ত্রণে এদিন সন্ধ্যায় মঞ্চায়ন হবে নাটকটি। মূল লেখক স্বদেশ দীপক, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এসএম সোলায়মান।

‘কোর্ট মার্শাল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।