ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জর্জ হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জর্জ হাসপাতালে লুৎফর রহমান জর্জ

নাটক ও চলচ্চিত্রের দাপুটে অভিনেতা লুৎফর রহমান জর্জ ভালো নেই। কয়েকদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বাংলানিউজের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে জর্জ বলেন, ‘আমার ব্লাড প্রেসার অনেক কমে গেছে। সুগার বেড়ে গেছে। সোডিয়াম কমে গেছে। আগামীকাল কিছু টেস্ট আছে। ওগুলোর ওপর নির্ভর করে কাল থেকে চিকিৎসা শুরু হবে। ’

বারডেমে তিনি ভর্তি হয়েছেন ১৪ ডিসেম্বর। জানাচ্ছিলেন, ‘এর আগে উত্তরার একটি হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়েছি। ’ কিছুদিন আগে জর্জ গিয়েছিলেন বান্দরবন। সেখান থেকে ফেরার পথেই অসুস্থতা অনুভব করেন। বলছিলেন, ‘কিছুদিন ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করে শরীরটা বেশ দূর্বল হয়ে গেছে। ’

তবে আশংকার কোনো কারণ নেই বলে জানালেন তিনি। সঙ্গে এটাও বললেন, ‘পরশু-তরশু বা পরদিন হয়তো হাসপাতাল ছাড়বো। ’

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।