ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিটিভিতে প্রথম প্রচারিত আট গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বিটিভিতে প্রথম প্রচারিত আট গান (বাঁ থেকে) ফেরদৌস ওয়াহিদ, সামিনা চৌধুরী, তপন চৌধুরী ও সুমনা হক

বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচারের পর দারুণ জনপ্রিয়তা পাওয়া গানের সংখ্যা প্রচুর। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত আটটি গান নিয়ে সাজানো হলো বর্ষশেষের আয়োজন ‘স্মৃতির আয়নায়’।


 
গানগুলো হলো- ফরিদা পারভীনের গাওয়া ‘তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম’, ফেরদৌস ওয়াহিদের ‘আগে যদি জানতাম, তবে মন ফিরে চাইতাম’, লীনু বিল্লাহর ‘গীতি কেমন আছো’, শম্পা রেজা ও তপন চৌধুরীর দ্বৈত কণ্ঠে ‘এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি’, শুভ্রদেবের ‘যে বাঁশি ভেঙে গেছে’, সামিনা চৌধুরীর ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ফাতেমা তুজ-জোহরা ও শাকিলা জাফরের দ্বৈত কণ্ঠে ‘কারে বলিবো মনের কথা’ এবং সুমনা হকের ‘মায়াবী এই রাতে’।
 
‘স্মৃতির আয়নায়’ অনুষ্ঠানে মূল শিল্পীরাই গেয়েছেন গানগুলো। সঙ্গে জানিয়েছেন এসব গানের জন্মসূত্র ও ইতিহাস। এটি উপস্থাপনা করেছেন গীতিকার কবির বকুল।
 
বিটিভিতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় সৈয়দ জামান।
 
বাংলাদেশ সময় : ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।