ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিরবিদায় হলিউডের খলনায়ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
চিরবিদায় হলিউডের খলনায়ক অ্যালান রিকম্যান

হলিউডের ছবিতে খলচরিত্রে বেশকিছু মনে রাখার মতো চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান। পর্দায় আর নতুন করে দেখা যাবে না তার অভিনয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মারা গেছেন তিনি।

প্রতিনিধিরা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। রিকম্যানের বয়স হয়েছিলো ৬৯ বছর। পরিবার জানিয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়েই চিরশান্তির দেশে চলে গেলেন তিনি।

‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে প্রফেসর স্নেপ চরিত্রে রিকম্যানের অভিনয় ছেলেবুড়ো সবাইকে মাতিয়েছে। আশির দশকের মাঝামাঝি ব্রডওয়েতে জনপ্রিয়তা পান তিনি। এরপর তাকে প্রথমবার নেতিবাচক চরিত্রে দেখা যায় ‘ডাই হার্ড’ ছবিতে। ‘রবিন হুড: প্রিন্স অব থিবস’-এ সর্বশেষ তাকে ভিলেন হিসেবে পাওয়া গেছে পর্দায়। তার অভিনীত ছবির তালিকায় আরও আছে ‘সুইনি টড: দ্য ডেমন বারবার অব ফ্লিট স্ট্রিট’, ‘ট্রলি ম্যাডলি ডিপলি’, ‘লাভ অ্যাকচুয়ালি’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।