ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের তিন শহরে বটতলা ও ‘খনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ভারতের তিন শহরে বটতলা ও ‘খনা’

ঢাকার নাট্যদল বটতলার তৃতীয় প্রযোজনা ‘খনা’ ভারতের তিন প্রদেশের নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে। পাশাপাশি এর কলাকুশলীরা যোগ দেবেন মতবিনিময় সভায়।



আগামী ৮ ফেব্রুয়ারি কুচবিহারের রবীন্দ্রভবনে কম্পাস নাট্যদলের আয়োজনে ‘কম্পাস নাট্যোৎসব ২০১৬’ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘খনা’র ৫৪ প্রদর্শনী। এরপর ১০ ফেব্রুয়ারি আসামের কামরূপের আর্টিস্ট ফ্যাক্টরিতে গোয়েরনিকা ক্রিয়েট ভিস্তা সোসাইটি আয়োজিত নাট্যোৎসবে প্রদর্শিত হবে নাটকটির এবারের ভারত যাত্রার দ্বিতীয় প্রদর্শনী।

এ ছাড়া ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিলংয়ের এশিয়ান কনফ্লুয়েন্স সেন্টারে অনুষ্ঠিতব্য শিলংয়ের সব নাট্যদলের সঙ্গে নাটক নিয়ে মতবিনিময়ে অংশ নেবেন বটতলার নাট্যকর্মীরা।

বটতলার পরিচালক (যোগাযোগ) কাজী রোকসানা রুমা জানান, ভারতের তিন শহরে নাট্য প্রদর্শনী ও নাটক বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে বটতলার কর্মীরা আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা দেবে।

গত বছরের নভেম্বরে ভারতের মুর্শিদাবাদের বহরমপুরে নাটকের দল রঙ্গাশ্রমের নাট্যোৎসবেও বটতলা যোগ দিয়েছিলো ‘খনা’ নাটকটি নিয়ে। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘খনা’র মঞ্চায়ন হয়েছে এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমরান খান মুন্না, তৌফিক হাসান, মিজানুর রহমান, আব্দুল কাদের, সামিনা লুৎফা নিত্রা, চন্দন পাল, শারমিন ইতি, জিয়াউল আবেদীন রাখাল, বাকিরুল ইসলাম, ইভান রিয়াজ, সেউতি শাহগুফতা, পঙ্কজ মজুমদার, লায়কা বশীর, মাহফুজা পলি, মহিবুল্লাহ মুহিব, বর্ণা, সাইদ, ইসা প্রমুখ।

মঞ্চ ও আলোক পরিকল্পনায় আবু আউদ আশরাফী, সুর ও সংগীতে ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল। পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া। কোরিওগ্রাফিতে মোহাšমদ রাফি ও নাসির উদ্দিন নাদিম।

বাংলাদেশ সময় : ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।