ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে জেমস

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে জেমস জেমস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে গাইবেন নগরবাউল জেমস। আগামী ১৪ ফেব্রুয়ারি এখানে সরাসরি উপভোগ করা যাবে তার পরিবেশনা।

এদিন বিকেল ৪টায় মঞ্চে আসবেন ভক্তদের এই গুরু।

সুন্দর পরিচ্ছন্ন ঢাকা শহর গড়তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘প্রাণসখা ঢাকা’। এখানেই গাইবেন আন্তর্জাতিক রকতারকা জেমস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ উদ্যোগে সহযোগিতা করছে চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।  

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে জানান, নিজের ব্যান্ড নিয়ে দুই ঘণ্টা সংগীত পরিবেশন করবেন তিনি। জেমস বাংলানিউজকে বলেছেন, ‘এ আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের এই সাহসী উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করি, সবাই মিলে আনন্দ করতে পারবো। ’

জেমস ছাড়াও এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, জলের গান, শিরোনামহীনসহ বেশ কয়েকটি ব্যান্ডের শিল্পীরা। অনুষ্ঠানের কিছু অংশ সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়- অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এতে থাকছে গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাইয়া খাবারের আয়োজন, নাচ, কবিতা আবৃত্তি, গান।  

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ‘প্রাণসখা ঢাকা’কে সার্বজনীন উৎসবে পরিণত করতে ১৪ ফেব্রুয়ারি শাহবাগ চত্বরে প্রত্যেক ঢাকাবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানান। এখানে আরও ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন ও সানাউল আরেফিন।

* জেমস ও সনম একমঞ্চে
* তবু কেনো জেমস হারিয়ে গেলেন না?
* নতুন বছরে জেমসের ‘বিধাতা’
* খুলনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেমস
* বুয়েট মাতাবেন জেমস
* প্যারিসের তারায় তারায় রটিয়ে দিলেন জেমস!
* বিজয় দিবসের কনসার্টে জেমস ও মিলা
* খুবি ক্যাম্পাস মাতালেন জেমস
* জেমসের গান, জেমসের পৃথিবী
* নগরবাউলের ক্যামেরার গান
* জেমস যখন জি বাংলায়
* ফ্রান্স ও ডেনমার্কে জেমসের গান

বাংলাদেশ সময় : ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।