ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারে বিজয়ীদের অনুভূতি প্রকাশে নতুন নিয়ম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
অস্কারে বিজয়ীদের অনুভূতি প্রকাশে নতুন নিয়ম

অস্কার হলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার। তাই এটি হাতে এলে বিজয়ীদের অনেকেই ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে সময়জ্ঞান ভুলে যান! মা-বাবা থেকে শুরু করে পোষা প্রাণী পর্যন্ত সবাইকে ধন্যবাদ না দিলে যেন তাদের চলেই না! এ কারণে বিজয়ীদের বক্তব্য প্রদানের নিয়মে পরিবর্তন এনেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।



৮৮তম অস্কার অনুষ্ঠানের দুই প্রযোজক সোমবার (৮ ফেব্রুয়ারি) বেভারলি হিলসে অস্কার মনোনীতদের নিয়ে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ঘোষণা করেছেন, বিজয়ীরা যাদের ধন্যবাদ দিতে চান তাদের তালিকা কর্তৃপক্ষকে দিলে টিভি পর্দার নিচে স্ক্রলে দেখানো হবে।

অস্কারজয়ের পর বিজয়ীদের মনে কী ভাবনা হচ্ছে তা ৪৫ সেকেন্ডের মধ্যে বলে ফেলায় মনোযোগী করতেই নতুন নিয়ম। অ্যাকাডেমি সভাপতি শেরিল বুন ইসাকস বলেছেন, ‘আমাদের আশা, পর্দা ও পর্দার পেছনে শিল্পীদের অসাধারণ সব কাজ নিয়েই সবাই কথা বলবেন। ’

এবারের মনোনয়ন তালিকায় অভিনয়শিল্পীদের ২০ জনই শ্বেতাঙ্গ হওয়ায় তুমুল বিতর্ক চলছে। কৃষ্ণাঙ্গরা উপেক্ষিত থাকায় এরই মধ্যে হলিউডের বেশ ক’জন অস্কার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। এমনকি ‘র‌্যাম্বো’ তারকা সিলভেস্টার স্ট্যালোনও একই কথা ভেবেছিলেন। তিনিই মনোনীত একমাত্র শ্বেতাঙ্গ তারকা, যার ছবির (ক্রিড) পরিচালক ও সহশিল্পী ছিলেন কৃষ্ণাঙ্গ। তবে পরিচালকের উৎসাহ পেয়ে সে চিন্তা বাদ দিয়েছেন তিনি।

আগামী ২৮ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ২৯ ফেব্রুয়ারি ভোর) হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসবে অস্কারের জমকালো আসর। এটি উপস্থাপনা করবেন ক্রিস রক। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এ আয়োজন।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।