ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিন্দুকদের যেভাবে শায়েস্তা করলেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নিন্দুকদের যেভাবে শায়েস্তা করলেন সোনাক্ষী সোনাক্ষী সিনহা

নিন্দুকদের কীভাবে একহাত নিতে হয় তা ভালো করেই জানেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তরে অংশ নিতে গিয়ে সেটা আরেকবার বুঝিয়ে দিলেন তিনি।

এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দুকদের উপযুক্ত জবাব দিয়েছেন ‘দাবাং’ তারকা।

সেদিন পারতিক গয়েল নামের এক ছেলে ভক্ত প্রশ্ন করে বসেন, ‘তোমার শরীর কবে দেখাবে আমাদেরকে? কবে বিকিনি পরবে?’ তাকে চুপ করাতে মার্জিতভাবে সোনাক্ষী উত্তরে দেন, ‘আপনার মা ও বোনকে একই প্রশ্ন করে দেখুন। তারা কী বললো আমাকে জানান!’ অরুচিকর টুইটের পর সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে ওই ভক্তকে নিয়ে হাসাহাসি শুরু হয়। ফলে শীর্ষ ট্রেন্ডিং তালিকায় চলে আসে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর নাম।

এখানেই শেষ নয়। এবার অদিতি নামের এক মেয়ে ভক্ত ক্ষুব্ধ হয়ে টুইটারে লিখেছেন, ‘বলিউডের অন্য অভিনেত্রীর মতো টাকার জন্য শরীর দেখিয়ে বেড়ান সোনাক্ষীও। তাই লজ্জাহীনতা কাকে বলে সে বিষয়ে আমাদেরকে তার জ্ঞান দেওয়া উচিত নয়। ’ এর উত্তরে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার আদুরে মেয়ে বলেছেন, ‘আপনিও ওই ছেলের মতো কথা বলছেন? তার ন্যাক্কারজনক চিন্তাভাবনায় নিজেকে যুক্ত নারীত্বকে ধাক্কা দিলেন। ’

সোনাক্ষীর উত্তরকে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তিনি টুইটে লিখেছেন, ‘প্রত্যেকের উচিত এই মেয়ে ভক্তকে নিয়ে হাসাহাসি করা, ট্রল বানানো। সবাই তাকে শিক্ষা দিন। ’ যোগ করে ২৮ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘অদিতি আপনার উচিত চুপ থাকা। নিজের মস্তিষ্ককে ছোট করে দেখালেন আপনি। ’ পরে অবশ্য নিজের শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেন বরুণ। এবার তিনি বলেছেন, ‘কাউকে রাগানোর জন্য কিছু লিখিনি। তবে আমার পেশার কাউকে নিয়ে কেউ কটু কথা বললে প্রতিবাদ জানাই। ’

সোনাক্ষীও নিজের টুইট মুছে দিয়ে লিখেছেন, ‘টুইট ডিলিট করছি কারণ ওই ছেলে ভক্ত ক্ষমা চেয়েছে। আমার আশা, তার মতো ছেলেরা যে কোনো পেশার মেয়েদের প্রতি সম্মান দেখাবে। ’

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।