ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কারিনার পারিশ্রমিকের কর ৬০ লাখ টাকা!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
কারিনার পারিশ্রমিকের কর ৬০ লাখ টাকা! কারিনা কাপুর খান

‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ শীর্ষক কনসার্টে অভিনেত্রী কারিনা কাপুর খানের পরিবেশনা সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে ছিলেন বিনোদনপ্রেমীরা। তাদেরকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিলো।

নিজের অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় গানের তালে ঢাকায় দর্শক মাতানোর জন্য নবাবপত্নী কারিনাকে কতো সম্মানী দেওয়া হয়েছে তা জানার কৌতূহল অনেকের। কনসার্টের আয়োজক অন্তর শোবিজ অংকটা না বলেও জানিয়েছে, তার পারিশ্রমিকের কর ৬০ লাখ টাকা!

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি আরও জানান, টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের কর দেওয়া হয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকা। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভাড়া দিতে হয়েছে ২৭ লাখ টাকা।

স্বপন চৌধুরীর বক্তব্য, ‘আমরা এতো টাকা বিনিয়োগ করেছি, সুতরাং কনসার্টও হবে। নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে কনসার্টটি আপাতত না করার জন্য বলেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই পিছিয়ে দেওয়া হয়েছে। ’

কারিনা কবে ঢাকায় আসবেন তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও আশ্বাস দিয়েছে অন্তর শোবিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করা হচ্ছিলো।

বৃহস্পতিবার ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম নিরাপত্তা, সমন্বয়হীনতাসহ নানান কারণে অন্তর শোবিজকে কনসার্টটি স্থগিত করার জন্য বলে দেয়। তবে স্বপন চৌধুরী সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন।  

বাংলাদেশ সময় : ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেএইচ

** কারিনা ঢাকায় আসবেন শিগগিরই
** কারিনার কনসার্ট স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।