ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শনিবার জাতীয় বসন্ত উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
শনিবার জাতীয় বসন্ত উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ( ফাইল ফটো )

পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন। এ উপলক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) ‘বসন্ত উৎসব ১৪২২’ আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

 
 
রাজধানীর ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এটি সরাসরি দেখাবে বেসরকারি চ্যানেল এনটিভি।
 
অনুষ্ঠানে থাকছে কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, শিশু-কিশোরদের পরিবেশনা, আদিবাসী পরিবেশনা, দলীয় নৃত্য, দলীয় ও একক সংগীত, দলীয় ও একক আবৃত্তি, বাউল সংগীত এবং দেশের অগ্রগণ্য দলসমূহ ও দেশবরেণ্য একক শিল্পীদের পরিবেশনা।

দীর্ঘ একুশ বছর ধরে চারুকলার বকুলতলা এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে পালিত হয়ে আসছে জাতীয় বসন্ত উৎসব। এতে বিভিন্ন শ্রেণীর সব বয়সী মানুষ অংশ নিয়ে বসন্তকে বরণ করে নেন।

বাংলাদেশ সময় : ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।