ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিদায় রবিন ঘোষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বিদায় রবিন ঘোষ রবিন ঘোষ (১৯৩৯-২০১৬)

‘তোমারে লেগেছে এতো যে ভালো’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘পিচঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘আমি রূপনগরের রাজকন্যা’- এমন বিখ্যাত অনেক গানের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক রবিন ঘোষ আর নেই। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর গুলশানে নিজের বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

রবিন ঘোষ দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে সক্রিয় ছিলেন না। কিংবদন্তি এই সংগীতশিল্পী তার স্ত্রী অভিনেত্রী শবনম ও পুত্রসন্তান রনি ঘোষ এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৩৯ সালে ইরাকের বাগদাদে জন্মেছিলেন রবিন ঘোষ। তার বাবা এসএম ঘোষ বাগদাদের আন্তর্জাতিক রেডক্রস সোসাইটিতে চাকরি করতেন। ছয় বছর বয়সে রবিন ঘোষ তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। ১৯৫০ সালে যোগ দেন পূর্ব পাকিস্তান রেডিওতে।

১৯৬১ সালে এহতেশামের ‘রাজধানীর বুকে’ ছবির মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রবিন ঘোষ। এরপর অনেক বাংলা ও উর্দু ছবিতে কাজ করেছেন। বাংলা ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘পয়সা’, ‘ভাইয়া’, ‘দরিয়া’, ‘পিচঢালা পথ’, ‘নাচের পুতুল’ প্রভৃতি।

উর্দু ছবির মধ্যে ‘তালাশ’ (১৯৬৩), ‘চকোরি’ (১৯৬৭), ‘চাহাত’ (১৯৭৪), ‘আয়না’ (১৯৭৭), ‘আম্বার’ (১৯৭৮) ও ‘দুরিয়া’র (১৯৮৪) সংগীত পরিচালনার জন্য পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ডে ভূষিত হন রবিন ঘোষ।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।