ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘টাইটানিক’ নিয়ে প্রত্যাশা ছিলো না ডিক্যাপ্রিওর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
‘টাইটানিক’ নিয়ে প্রত্যাশা ছিলো না ডিক্যাপ্রিওর! লিওনার্ডো ডিক্যাপ্রিও

জেমস ক্যামেরনের মতো পরিচালক, টাইটানিক জাহাজডুবির মতো বিয়োগান্তক ঘটনা, বিশাল বাজেট- তারপরও ‘টাইটানিক’ যে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি হয়ে যাবে তা ভাবেননি লিওনার্ডো ডিক্যাপ্রিও। এতে জ্যাক ডসন চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার সময়ও হলিউডের এই তারকার প্রত্যাশা এমন ছিলো না।



‘টাইটানিক’কে ডিক্যাপ্রিও নিরীক্ষাধর্মী কাজ হিসেবেই ধরে নিয়েছিলেন। তার কথায়, ‘এ ছবিটা আমার ও কেট উইন্সলেটের জন্য ছিলো পরীক্ষামূলক। আমরা বেশকিছু মুক্ত ছবিতে কাজ করেছিলাম। অভিনেত্রী হিসেবে ওকে আমার খুব ভালো লাগে। প্রস্তাব পেয়ে তাকে বললাম, চলো একসঙ্গে মিলে কাজটা করি। এরপর যা সাফল্য এলো তা আমাদের ধারণাতেও ছিলো না। ’

ছবিটি দুনিয়াজোড়া সাফল্য পাওয়ার পর ডিক্যাপ্রিওর জনপ্রিয়তা বেড়েছে তরতর করে। রাতারাতি পাওয়া এই খ্যাতিতে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। পিপল ম্যাগাজিনকে তিনি বলেন, “এটা ছিলো থমকে যাওয়ার মতো ব্যাপার! মানুষ আমাকে তখন বলতো, ‘এটা কতো বড় ছবি তুমি কি বুঝতে পারছো?’ তাদেরকে জানাতাম, হ্যাঁ। এটা বড় ছবি। আমার মুখে একথা শুনে তারা বলতো, ‘না, না, না। এটা সর্বকালের সবচেয়ে বড় ছবি। ’ তখন ভাবতাম, এর মানে কি? আসলেই এটা বিরাট ছবি। ”

‘টাইটানিক’ খ্যাতি এনে দিলেও এতে অভিনয়ের জন্য মনোনয়ন পাওয়ার পরও অস্কার জিততে পারেননি ডিক্যাপ্রিও। তিনি আর উইন্সলেট বাদে বাদবাকি প্রায় সবাই ছবিটির জন্য অস্কার পেয়েছেন। এরপর আরও কয়েকবার অস্কারে মনোনয়ন জুটেছে ডিক্যাপ্রিওর কপালে। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি। তবে ৮৮তম অস্কারে ‘দ্য রেভেন্যান্ট’ তার সেই অতৃপ্তি ঘুচিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট তো বলেই দিয়েছেন, ডিক্যাপ্রিওর অস্কারজয়ের সাক্ষী হতে মুখিয়ে আছেন তিনি।

এদিকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সদস্য নির্মাতা হার্ভে ওয়েইনস্টেইন প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন লিওনার্ডো ডিক্যাপ্রিওকে। এর মধ্য দিয়ে অ্যাকাডেমির নিয়ম ভেঙেছেন তিনি।  

গত ৯ ফেব্রুয়ারি নিউইয়র্কে অনুষ্ঠিত এইডস গবেষণার তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত আমফার গালা অনুষ্ঠানে ডিক্যাপ্রিওর ভূয়সী প্রশংসা করেন ওয়েইনস্টেইন। তিনি বলেন, “অ্যাকাডেমি সদস্য হিসেবে কাউকে অস্কারজয়ের ব্যাপারে সমর্থন জানানো যায় না। কিন্তু ‘দ্য রেভেন্যান্ট’-এ ডিক্যাপ্রিও যে দুর্দান্ত কাজ দেখিয়েছেন, তা না বলে পারছি না। একনিষ্ঠভাবে যেভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছে ও, তা সত্যিই অসাধারণ। ” 

আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু পরিচালিত ‘দ্য রেভেন্যান্ট’-এ কিংবদন্তি অভিযাত্রী হিউ গ্লাস চরিত্রে অভিনয় করেছেন ডিক্যাপ্রিও। এরই মধ্যে তিনি জিতেছেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড।

* ‘টাইটানিক’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।