ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গ্র্যামিতে গাওয়া হলো না রিয়ান্নার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
গ্র্যামিতে গাওয়া হলো না রিয়ান্নার রিয়ান্না

গ্র্যামি অ্যাওয়ার্ডসে এবার গানে গানে দর্শক-শ্রোতাদের মাতানোর ইচ্ছে ছিলো রিদমঅ্যান্ডব্লুজ সুপারস্টার রিয়ান্নার। প্রস্তুতিও নিয়েছিলেন তিনি।

তার পরিবেশনা দেখতে মুখিয়ে ছিলেন সংগীত পিপাসুরা। কিন্তু গলার সংক্রমণের কারণে শেষ মুহূর্তে এসে হঠাৎ পূর্ব পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন বারবাডোজের এই গায়িকা।

জানা গেছে, চিকিৎসকরা রিয়ান্নার কণ্ঠস্বরকে ৪৮ ঘণ্টা বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন। নয়তো রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে বলে জানান তারা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) গ্র্যামি আয়োজকরা এ তথ্য দেন। এদিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই পুরস্কার বিতরণীর ৫৮তম আসর।

আটবার গ্র্যামি জয়ী রিয়ান্না জানুয়ারিতে প্রকাশিত তার নতুন অ্যালবাম ‘অ্যান্টি’ থেকে ‘কিস ইট বেটার’ গানটি পরিবেশনের জন্য মহড়াও করেছেন। সোমবার মহড়ার পর মেডিক্যাল পরীক্ষার পর চিকিৎসকরা পরিবেশনা বাতিল করার জন্য বলে দেন ২৭ বছর বয়সী এই তারকাকে। কারণ তার গলার ভেতর রক্তক্ষরণের ঝুঁকি দেখা দিয়েছে।

মঞ্চের পেছনে সাংবাদিকদের সামনে রিয়ান্নার মুখপাত্রর দেওয়া বিবৃতি পড়ে শোনান গ্র্যামি আয়োজকরা। এখানে আরও জানানো হয়, তিন দিন অ্যান্টিবায়োটিক নেওয়ার পরও সংক্রমণ পর্যাপ্তভাবে যায়নি। ফলে তার গান গাওয়াটা মোটেই নিরাপদ নয়।
 
গ্র্যামির মঞ্চে গাইতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রিয়ান্না। টুইটারে তিনি লিখেছেন, ‘এখানে না থাকতে পারার কারণে আমি দুঃখিত। এমন পরিস্থিতিতে সহযোগিতা করার জন্য গ্র্যামি কর্তৃপক্ষ ও সিবিএস চ্যানেলকে ধন্যবাদ। ’

গান না গাইলেও স্টেপলস সেন্টারে দেখা গেছে রিয়ান্নাকে। ততোক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলতি মাসের শেষ প্রান্তে নতুন সংগীত সফরে বের হওয়ার কথা রয়েছে তার। এটা ঠিক থাকবে কি-না তা জানা যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে গ্র্যামির ইতিহাসে এমন দুঃখজনক ঘটনা আরও একবার হয়েছে। ওইবারও রিয়ান্নারই সংগীত পরিবেশনের কথা ছিলো। ২০০৯ সালে প্রেমিক র‌্যাপার ক্রিস ব্রাউন গায়ে হাত তোলায় গান গাওয়ার কথা থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তা বাতিল করে দেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।