ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফিরোজা বেগম স্মৃতি ট্রাস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ফিরোজা বেগম স্মৃতি ট্রাস্ট

প্রবাদপ্রতিম নজরুলসংগীত শিল্পী প্রয়াত ফিরোজা বেগমের নামে গঠন করা হয়েছে ট্রাস্ট। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ নামের সংগঠনটি।



বিকেলে ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস উদ দৌলা ৬০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। সংগঠনের পক্ষে এটি গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে আরও ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মহসিন উদ দৌলা (অব.), রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নজরুলসংগীত শিল্পী লীনা তাপসী খান, ফিরোজা বেগমের দুই সন্তান শাফিন আহমেদ ও হামিন আহমেদ এবং ভাতিজি সুস্মিতা আনিস।

২০১৪ সালের ৯ সেপ্টেম্বর প্রয়াত হন ফিরোজা বেগম। এখন থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একজন সেরা শিক্ষার্থীকে দেওয়া হবে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’।

* ফিরোজা বেগম আর নেই
* ফিরোজা বেগম সম্পর্কে কতোটা জানেন?
* কিংবদন্তিশিল্পী ফিরোজা বেগম স্মরণে লসএঞ্জেলসে অনুষ্ঠান
* ফিরোজা বেগম স্মরণে সুস্মিতা আনিস
* অঞ্জলি লহ মোর
* ফিরোজা বেগম স্মরণে অনুষ্ঠান
* শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা
* মায়ের স্মরণে শাফিনের উপস্থাপনা
* ফিরোজা বেগম স্মৃতি আর্কাইভ হচ্ছে

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।