ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রসেনজিৎ ও কুসুমের মেয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
প্রসেনজিৎ ও কুসুমের মেয়ে! ‘শঙ্খচিল’ ছবির দৃশ্যে সাঁঝবাতি

ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষের ১৪তম চলচ্চিত্র ‘শঙ্খচিল’-এ দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম সিকদার। তাদের কন্যা রূপসা চরিত্রে আছেন সাঁঝবাতি।

রূপসাই গল্পের মূল চরিত্র। তার পুরো নাম অনুম রহমান খান।

সাঁঝবাতি হলেন ছবিটির অন্যতম প্রযোজক হাবিবুর রহমান খানের নাতনি। তবে এতে মোটেই অভিনয় করতে চাননি তিনি। তার ভাষ্য, ‘এ ছবিটার কাজ শুরু হওয়ার কথা যখন হচ্ছিলো, বুঝতে পারছিলাম আমাকে নেওয়া হবে। আমাকে প্রস্তাব দেওয়ার পর বললাম, আমি অভিনয় করবো না। কারণ আমি জীবনেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখিনি। মায়ের কাছে গিয়েও বলেছি, কাজটা একেবারেই অভিনয় করবো না। ’

এরপর একদিন গৌতম ঘোষ এলেন সাঁঝবাতির কাছে। তিনি বোঝালেন, নানান কথায় উদ্বুদ্ধ করলেন। তারপর কলকাতায় যাওয়ার সাঁঝবাতির মত পাল্টালো। তবে শর্ত ছিলো, যতো শট ততো আইসক্রিম! ‘ওখানে যাওয়ার পর সবাই এমন আন্তরিকতা দেখালো যে, মনে হলো আমার পরিবার! সবাই খুব আহ্লাদ করেছে আমাকে। গৌতম দাদা বললেন, ‘তুমি ভয় পেও না। ’ তবে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক গরম ছিলো। এটা আমি জীবনেও ভুলবো না। ’

প্রথম ছবিতেই কেন্দ্রীয় চরিত্র, তাতেই গৌতম ঘোষের মতো খ্যাতিমান পরিচালকের মন জয় করেছেন সাঁঝবাতি। তিনি তাই বলেই ফেললেন, ‘সাঁঝবাতির জন্ম হয়েছিলো রূপসা করার জন্য! ও অসম্ভব ন্যাচারাল। আমার মনেই হয়নি অভিনয় করছে ও। ঠিক যেন চরিত্রটাই।

আসলে সিনেমা ওটাই। চরিত্রটি যদি বিশ্বাসযোগ্য হয় তাহলেই ভালো লাগে। জোর করে অভিনয় হয় না। অভিনয় হচ্ছে বিশ্বাসযোগ্যতা। আমার মনে হয়, ছবিটা মুক্তি পেলে সবাই ওর খুব প্রশংসা করবে। ’
সীমান্তে বসবাস করা বাংলাদেশের এক স্কুল শিক্ষকের পরিবারকে কেন্দ্র আবর্তিত হয়েছে গল্পটি। ছবিটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, কলকাতার অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ। ‘শঙ্খচিল’ মুক্তি পাবে আগামী ১৫ এপ্রিল। এ ছবির অন্য তিন প্রযোজক ফরিদুর রেজা সাগর, প্রসেনজিৎ ও মৌরায় চৌধুরী।

বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।