ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্টান্টমেনদের জন্য অক্ষয়ের খোলা চিঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
স্টান্টমেনদের জন্য অক্ষয়ের খোলা চিঠি অক্ষয় কুমার

পর্দায় নায়ক-নায়িকারা যেসব রুদ্ধশ্বাস দৃশ্যে দর্শকদের চমকে দেন, সেসবের পুরো কৃতিত্বই স্টান্টমেনদের। তাই তাদেরকেই সত্যিকারের নায়ক মনে করেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।

ঝুঁকিপূর্ণ মারামারির দৃশ্যে কাজ করতে গিয়ে অনেককে মৃত্যুবরণও করতে হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক স্টান্টমেন স্কট কসগ্রোভের মৃত্যুর খবরও এসেছে অক্ষয়ের কানে। তার আগামী ছবিতে স্কটের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিলো। স্টান্টমেনদের প্রতি সম্মান জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন ৪৮ বছর বয়সী এই তারকা।

চিঠিতে উঠে এসেছে স্টান্টমেনদের জন্য অক্ষয়ের আন্তরিক আবেদন। তিনি বলেছেন, ‘আমার সন্তানরা তাদের বাবাকে এখনও অক্ষত দেখছে কারণ স্টান্টমেনরা সবসময় ঝুঁকি নিতে তৈরি থাকে। এসব কাজ একদিনে আমার পক্ষে করা সম্ভব না। ’

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, কিন্তু স্টান্টমেনরা একটি পুরস্কারও পান না। অক্ষয়ের মতে, স্টান্টমেনদের জন্য বিশেষ বিভাগ নয়। তাদেরকে সম্মান জানতে আবশ্যকীয় বিভাগ থাকা উচিত। তিনি বলেছেন, ‘স্টান্ট মানুষগুলো না থাকলে আমাদেরকে নায়কোচিত মনে হতো না দর্শকদের। আমরা পর্দায় যে বীরত্ব দেখাই, সেগুলো ভুয়া! এসবের নেপথ্য নায়ক মূলত স্টান্টমেনরা। ’

এদিকে স্টান্টমেনদের সংবর্ধনাও দিচ্ছেন অক্ষয়। প্রথমে এ সম্মান পেয়েছেন তার অভিনীত ‘জানোয়ার’ (১৯৯৯) ছবির স্টান্টমেন রাজু। দৃশ্যধারণের সময় তার মৃত্যু হয়। প্রয়াত শিল্পীর স্ত্রী, দুই সন্তান ও ভাই মেহবুবের হাতে ১১ লাখ টাকার চেক তুলে দেন অক্ষয়। জি সিনে অ্যাওয়ার্ডসে এ দৃশ্য দেখা গেছে। এতে ‘দ্য স্টান্ট পারসন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ চালু হয়েছে। ‘শামিতাভ’-এর বাইক স্টান্ট করার জন্য পুরস্কারটি পেয়েছেন অমিত গ্রোভার।

এবারের অস্কারে মনোনীত ছবিগুলোতে মোট ৩৭৯টি স্টান্ট দৃশ্য রয়েছে বলে ইনস্টাগ্রামে হিসাব দিয়েছেন অক্ষয়। এর মধ্যে ‘দ্য রেভেন্যান্ট’ ৫৬টি, ‘রুম’ দুটি, ‘ব্রিজ অব স্পাইস’ ২৩টি, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ২৫৯টি, ‘দ্য বিগ শর্ট’ সাতটি, ‘স্পটলাইট’ নয়টি, ‘দ্য মার্শিয়ান’ ২২টি ও ‘ব্রকলিন’ সমৃদ্ধ হয়ছে একটি স্টান্ট দৃশ্যে।

‘খিলাড়ি’ সিরিজ, ‘বেবি’, ‘হলিডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি’, ‘গাব্বার ইজ ব্যাক’, ‘ব্রাদার্স’ ও ‘খাকি’ ছবিতে চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্যে দেখা গেছে অক্ষয়কে। তার সর্বশেষ ছবি ‘এয়ারলিফট’ বক্স অফিসে সাফল্য পেয়েছে। এবার আগামী ১২ আগস্ট আসছে ‘রুস্তম’। এরই মধ্যে নতুন ছবিটির পোস্টার প্রকাশ হয়েছে টুইটারে। এ ছাড়া তার হাতে আছে ‘হাউসফুল থ্রি’ ও রজনীকান্তর সঙ্গে ‘রোবট ২.০’।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।