ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টি-শার্টে সত্যজিৎ ও ‘চারুলতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ২, ২০১৬
টি-শার্টে সত্যজিৎ ও ‘চারুলতা’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার, আলোকচিত্রী, চিত্রকর ও শিশুসাহিত্যিক সত্যজিৎ রায়ের ২৪তম প্রয়াণ দিবস ছিলো ২৩ এপ্রিল। আজ ২ মে তার জন্মদিন।

 

প্রয়াত নির্মাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে দুটি টি-শার্ট বাজারে এনেছে টি-শার্ট মিউজিয়াম। একটিতে রয়েছে সত্যজিতের প্রতিকৃতি। অন্যটি সাজানো হয়েছে তার পরিচালিত ‘চারুলতা’ ছবির পোস্টারের আদলে।  

টি-শার্ট মিউজিয়ামের পক্ষ থেকে আবীর শ্রেষ্ঠ বাংলানিউজকে জানান, ‘সত্যজিৎ রায় আমাদের মনে চির জাগরূক থাকবেন। তাই টি-শার্টের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানালাম। ’

নতুন টি-শার্টের প্রতিটির মূল্য ২৫০ টাকা। ঠিকানা- ২১৮, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, স্যুট: ২৬, লেভেল: ২, সাহেরা ট্রপিক্যাল সেন্টার, ঢাকা।

১৯২১ সালের ২ মে কলকাতার খ্যাতিমান বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সত্যজিৎ রায়। ১৯৫৫ সালে তিনির প্রথম চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ নির্মাণ করেন। এটি মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, এর মধ্যে অন্যতম কান চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট হিউম্যান ডকুমেন্ট’ পুরস্কার। তার পরের ছবি ‘অপরাজিত’ ভেনিসে গোল্ডেন লায়ন পুরস্কার জেতে। এ দুটির সঙ্গে ‘অপুর সংসার’কে মিলিয়ে বলা হয় অপু ট্রিলজি।

১৯৬২ সালে প্রথম মৌলিক চিত্রনাট্যনির্ভর রঙিন চলচ্চিত্র ‘কাঞ্চনজঙ্ঘা’ নির্মাণ করেন সত্যজিৎ। ১৯৬৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘নষ্টনীড়’ অবলম্বনে তিনি নির্মাণ করেন ‘চারুলতা’। বাংলা ছবির বাইরে সত্যজিৎ রায় ১৯৭৭ সালে হিন্দি ছবি ‘শতরঞ্জ কি খিলাড়ি’ নির্মাণ করেন। এতে অভিনয় করেন সঞ্জীব কুমার, সাইদ জাফরি, আমজাদ খান, শাবানা আজমি, ভিক্টর ব্যানার্জি ও রিচার্ড অ্যাটেনবরোর মতো তারকারা।  

১৯৮৩ সালে ছবির কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন সত্যজিৎ। এরপর তার কাজের গতি কমে যায়। ১৯৯২ সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সত্যজিৎ। ওই বছরের ২৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

সত্যজিৎ রায় জীবদ্দশায় বহু পুরস্কার পেয়েছেন। ১৯৮৫ সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। ১৯৯২ সালে ভারত সরকার তাকে ভারতরত্ন দেওয়া হয়। মৃত্যুর কিছুদিন আগে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।