ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ৩, ২০১৬
ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে নাটক

বিশিষ্ট ভাস্কর নভেরা আহমেদ পরপারে পাড়ি দিয়েছেন গত বছরের ৫ মে। মৃত্যুর এক বছর পর তাকে মূর্তমান করা হচ্ছে।

নভেরার জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে তৈরি হচ্ছে মঞ্চনাটক। এর নামও ‘নভেরা’। এ মাসেই উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে নাটকটির।  

জানা গেছে, সাজ্জাদ রাজীবের নির্দেশনায় মহান এই শিল্পীর জীবনসংগ্রামের গল্প একক অভিনয়ে ফুটিয়ে তুলবেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মী ও ধ্রুপদী অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের পরিচালক সামিউন জাহান দোলা। হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘নভেরা’ ও বেঙ্গল প্রকাশনীর ‘নভেরা আহমেদ’সহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন, গবেষণা, সাক্ষাৎকার এবং নিবন্ধ থেকে এর নাট্যরূপ দিয়েছেন অভিনেত্রী দোলা নিজেই।

নাটকের প্রেক্ষাপট ১৯৪৫ সাল থেকে নভেরার মৃত্যুর আগ পর্যন্ত। গবেষণাকর্মে সাহায্য করেছেন সুরভি রয়। সংগীত পরিচালনা করেছেন কেয়া চৌধুরী জুঁই। আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ। চলতি মাসেই ‘নভেরা’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করার পরিকল্পনার কথা জানান দোলা।  

নাটক সম্পর্কে সামিউন জাহান দোলা বলেন, ‘কোনো প্রাপ্তি বা স্বীকৃতির আশা ছেড়ে প্যারিসে জীবনভর তিনি কাজ করে গেছেন। তার সে রকম চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর কথা যেমন নাটকে আছে, তেমনি একজন মানুষ কীভাবে নিরলস চেষ্টা ও সংগ্রামের মধ্য দিয়ে শিল্পী হয়ে ওঠেন, তার সে অবিরাম যাত্রা এ নাটকে প্রতীয়মান। একজন শিল্পী হিসেবে ভাস্কর নভেরাকে সবাই চিনুক, তার সৃষ্টি ও প্রচেষ্টা যুগান্তরের সাক্ষী হয়ে থাকুক- এটাই আমাদের চাওয়া। ’

কয়েক দশক ধরে অন্তরালে ছিলেন এই বরেণ্য শিল্পী। গত বছরের ৫ মে মাসে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের ভাস্কর্যশিল্পের অগ্রদূত শহীদ মিনারের অন্যতম রূপকার নভেরা আহমেদ।

প্রায় ৪২ বছর লোকচক্ষুর অন্তরালে থাকা বাংলাদেশি এই ভাস্কর্যশিল্পীর ১৯৯৬ সালে খোঁজ পান প্যারিসে বসবাসকারী শিল্পী শাহাবুদ্দিন আহমদ ও আনা ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।