ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাকে উহ্য রেখে মায়ের গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ৪, ২০১৬
মাকে উহ্য রেখে মায়ের গল্প দৃশ্য : ‘তোমাকে ভালোবাসি মা’

সন্তানের জন্য মায়েদের আত্মত্যাগের গল্প নিয়ে তৈরি হলো নাটক ‘তোমাকে ভালোবাসি মা’। এটি লিখেছেন আপেল মাহমুদ, পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।

 

এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শাওন, নাবিলা ইসলাম, আফরোজা, শিশু শিল্পী রোহানসহ অনেকে। এবারের মা দিবসকে সামনে রেখে নির্মিত ‘তোমাকে ভালোবাসি মা’ প্রচার হবে এনটিভিতে।

নাটকটি নিয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘আমরা সাধারণত মা দিবসে মাকে নিয়ে নাটক দেখি। কিন্তু এই গল্পটি পুরোটাই ভিন্ন। এখানে মাকে উহ্য রেখেই মায়ের গল্প দেখানো হয়েছে। বাস্তব জীবনে আমরা সবসময় মায়ের সঙ্গে না থাকলেও মায়ের ছায়া আমাদের মাথার ওপর থাকে প্রতিটি মুহূর্ত। ’

পরিচালক জয়ন্ত রোজারিও ও নাট্যকার আপেল মাহমুদের একসঙ্গে করা ১২তম কাজ এটি। গত বছরের বড়দিনে এনটিভিতে প্রচারিত তাদের নাটক ‘উপহার’ জনপ্রিয় হয়।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।