ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্বপ্ন যখন মোশন গ্রাফিক্স 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ১২, ২০১৬
স্বপ্ন যখন মোশন গ্রাফিক্স 

টিভি নিউজ গ্রাফিক্স, বিশেষ দিনের ফিলার ও রিয়েলটাইম গ্রাফিক্সের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিনুল ইসলাম। শখের বশে মোশন গ্রাফিক্স চর্চা শুরু করলেও এটি এখন তার পেশা।

কাজ করছেন বিজ্ঞাপনচিত্র, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের গ্রাফিক্স নিয়েও।
 
আমিনুল এখন আছেন বেসরকারি একটি টিভির সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার পদে। পাশাপাশি বাইরের কাজও করছেন। সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন খেলার সময়ে ব্র্যান্ডিং, সময় সংবাদের নিউজ ইনফো গ্রাফিক্স, জাতীয় নির্বাচনে রিয়েলটাইম ইনফো গ্রাফিক্স ও আইসিসি ওয়ার্ল্ড কাপ চলাকালীন রিয়েলটাইম ভার্চুয়াল সেট নির্মাণ তারই। দক্ষতা দেখিয়েছেন বিজ্ঞাপনে ভিজুয়্যাল ইফেক্টস তৈরি করে। কাজ করেছেন জনপ্রিয় সংগীশিল্পী মিলার বায়োগ্রাফি ফিল্ম 'আনসেন্সরড'-এ।  

আমিনুল ইসলামের ইচ্ছে মোশন গ্রাফিক্সে নিজেকে দক্ষ করে গড়ে তোলা ও ভিজুয়্যাল ইফেক্টস নিয়ে দেশীয় মিডিয়ায় কাজ করা। তিনি স্বপ্ন দেখেন, দেশের মাটিতে আন্তর্জাতিক মানের মোশন গ্রাফিক্স ও ব্রডকাস্ট ডিজাইনিং স্টুডিও তৈরি হবে।  

এক সময় দেশের বাইরে থেকে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার এনে কাজ করানো হতো। এখন তার সেই দিন নেই। আমিনুল মনে করেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে গ্রাফিক্স ডিজাইন সরবরাহ করবে এখানকার তরুণরা- এই স্বপ্ন এখন অমূলক নয়।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসও 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।