ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মুসাফির’ পাইরেসির শিকার, মামলার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ১৮, ২০১৬
‘মুসাফির’ পাইরেসির শিকার, মামলার প্রস্তুতি

আলোচিত চলচ্চিত্র ‘মুসাফির’ মুক্তি পায় ২২ এপ্রিল। আরিফিন শুভ ও মারজান জেনিফার অভিনীত ছবিটি দর্শকের মনে আগ্রহ তৈরি করেছে।

কিন্তু মুক্তির কিছুদিনের মধ্যে পাইরেসির শিকার হলো এটি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন ‘মুসাফির’-এর  প্রযোজক জুবায়ের আলম।  এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ এর একটি পাইরেটেড প্রিন্ট পাওয়া যাচ্ছে অনলাইনে। এ অবস্থায় ছবিটি নিয়ে প্রযোজকের ভবিষ্যৎ পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। জুবায়ের আলম জানান, এরই মধ্যে যথাযথ কারিগরি ব্যবস্থা নেওয়া হযেছে। অচিরেই মামলা করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

তরুণ এই প্রযোজক জানান, দিনাজপুরের বিরামপুর এলাকার অবসর সিনেমা হল থেকেই পাইরেসি হয়েছে ‘মুসাফির’। পাইরেটেড প্রিন্টটিতে হলের নাম স্পষ্ট দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে হল মালিক পাইরেসির কথা অস্বীকার করেন।

জোবায়ের আলম জানান, অবসর হলের মালিক নজরুল ইসলামসহ ছবির বুকিং এজেন্ট ও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ১৮, ২০১৬

এসও

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।