ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে আজাদের রান্না ‘মোরগ পোলাও’!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬
ঈদে আজাদের রান্না ‘মোরগ পোলাও’! আজাদ আবুল কালাম

ঈদে নিজের রান্না করা মোরগ পোলাও খাওয়াবেন আজাদ আবুল কালাম। সরাসরি বললে, ঈদুল ফিতর উপলক্ষে একটি নাটক তৈরি করেছেন আজাদ।

এর নাম ‘মোরগ পোলাও’। এটি তার দ্বিতীয় পরিচালনা।  

আজাদ আবুল কালাম টিভি ও মঞ্চ নাটকের শক্তিমান অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নাট্যকারও। ‘মোরগ পোলাও’ নাটকটিও তিনি নিজেই লিখেছেন। গত বছর ঈদুল ফিতরে প্রথমবারের মতো টিভি নাটক তৈরি করেছিলেন তিনি। নাম ছিলো ‘অসুখের নাম ভালোবাসা’। এরই ধারাবাহিকতায় এবার আজাদ তৈরি করলেন ‘মোরগ পোলাও’।

পুরান ঢাকায় মা-বাবাকে নিয়ে থাকে রহমত। তৃতীয় শ্রেণীতে পড়ে তার ছেলে। একসময় সচ্ছলতা থাকলেও এখন পারিবারিক অবস্থা বেশি ভালো নয়। এ অবস্থায় এক আত্নীয়ের কাছ থেকে রহমতের কাছে নিমন্ত্রণ আসে। ওরা জানতে পারে যে, খাবার তালিকায় রাখা হবে মোরগ পোলাও। বিশেষ কারণে নিমন্ত্রণ রাখতে পারেনি রহমত ও তার পরিবার। এর পর থেকে রহমতের ছেলেটির খুব ইচ্ছে, মোরগ পোলাও খাবে। এ নিয়ে শুরু হয় নানা ঘটনা।

নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, রহমত আলী, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন আজাদ আবুল কালাম। সম্প্রতি এর দৃশ্যধারণ হয়েছে রাজধানীর মগবাজার সরকারি অফিসে। আর নারায়ণগঞ্চের ফতুল্লার জালঘুড়ির স্কুলের আশপাশের কিছু বাড়িতেও হয়েছে শুটিং। ঈদে বেসরকারি একটি চ্যানেলে উপভোগ করা যাবে ‘মোরগ পোলাও’।  

বুধবার (১৮ মে) বাংলানিউজের সঙ্গে আলাপকালে নির্মাতা আজাদ আবুল কালাম বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। মঞ্চে নির্দেশনাও দিচ্ছি। এই টিভি নাটকটি তৈরি করেছি আলফা আইয়ের আগ্রহের কারণে। ঢাকাইয়া ভাষায় নির্মিত নাটকটি উপভোগ্য হবে বলে মনে করি। ’  

এদিকে আজাদ আবুল কালাম অভিনীত আরও কিছু নাটক প্রচার হবে ঈদে। এর মধ্যে দুটি নাটকের পরিচালক আবুল হায়াত ও মামুনুর রশীদ।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬
টিএস/এসও


 
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।