ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভিক্ষ‍ুক বেশে রাস্তায় গান গাইলেন সোনু (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মে ১৯, ২০১৬
ভিক্ষ‍ুক বেশে রাস্তায় গান গাইলেন সোনু (ভিডিও) সোনু নিগাম

কাঁচাপাকা চুল। মুখ ভর্তি দাঁড়িগোফ।

চোখে কালো চশমা। পরনে ময়লা জামাকাপড়। একটা পুরনো হারমোনিয়াম নিয়ে রাস্তার পাশে বসে আপনমনে গান গাইছেন তিনি। তার গান শুনে কেউ দাঁড়িয়ে পড়ছেন, আবার কেউ দাঁড়াতে চেয়েও যেন না দাঁড়িয়ে চলে গেলেন। কিন্তু কনসার্টে এই শিল্পীর গান শোনার জন্য হাজার হাজার টাকা খরচ করতেও প্রস্তুত থাকেন মানুষ।

সম্প্রতি মুম্বাইয়ের জুহু এলাকার একটি রাস্তায় বৃদ্ধ ভিক্ষুক সেজে গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগাম। গানের প্রতি কর্মব্যস্ত মানুষের ভালোবাসা পরীক্ষা করে দেখার জন্যই এমনটা করেছেন তিনি।  

‘দ্য রোডসাইড ওস্তাদ’ শিরোনামের এই পরীক্ষাটি চালিয়েছেন কালচার মেশিনস ডিজিটাল চ্যানেল। সোনু নিগমকে না চিনে বৃদ্ধ গায়কের কণ্ঠে তার গান শুনে পথচারীদের প্রতিক্রিয়া কী হয় তাই দেখতে চেয়েছেন তারা। এ সময় একজন পথচারী বলিউডের জনপ্রিয় এই গায়ককে প্রশ্ন করেন, চাচা আপনি কি সকালের নাস্তা করেছেন? এরপর লোকচক্ষুর আঁড়ালে সেই ছেলেটি এই গায়কের হাতে ১২ রুপি দিয়ে দেন।

এ বিষয়ে ৪২ বছর বয়সী এই গায়ক বলেন, ‘ওই ছেলেটির দেওয়া ১২ রুপি আমার কাছে ১২ লাখের চেয়েও বেশি ছিলো। আমি কোনো কিছু না ভেবেই এটি করেছি। কী হতে চলেছে সেটি সম্পর্কে কিছুই জানতাম না। আমি নিজেকে কীভাবে উপস্থাপন করব সেটিও অজানা ছিলো। প্রথমবারের মতো মনে হয়েছে এটি আমি ছিলাম না। মেকআপ খুবই চমৎকার ছিলো’

তিনি আরো বলেন, ‘মানুষ আমার কাছে দাঁড়িয়ে ছিলো কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি। আমি বাবা-মায়ের কিনে দেওয়া একটি হারমোনিয়াম বহন করছিলাম। সবাই খুবই আন্তরিক ছিলো। এরকম একটি জায়গায় আমি কিছু করার চেষ্টা করেছি। ’

* রাস্তার ধারে বসে সোনু নিগামের গাওয়া গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।