ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেড় মাস নতুন ছবি মুক্তি পাবে না 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
দেড় মাস নতুন ছবি মুক্তি পাবে না 

প্রতি সপ্তাহে এক বা একাধিক চলচ্চিত্র মুক্তির আলোয় আসে। কেবল পবিত্র রমজান উপলক্ষে মাসখানেক নতুন ছবি মুক্তি দেওয়া হয় না।

এবারও তেমনটাই ঘটছে। রমজান একমাসের হলেও, প্রায় দেড় মাস প্রেক্ষাগৃহে যাবে না নতুন কোনো ছবি।  

আগামী ৭ বা ৮ জুন শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান শুরুর আগের শুক্রবারেও সাধারণ ছবি মুক্তি পায়। এবার সেটা ঘটছে না। রমজানের আগে ২০ মে সর্বশেষ দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এগুলো হলো ‘ভালোবাসা এমনই হয়’ ও ‘দিওয়ানা মন’।  

খোঁজ নিয়ে জানা গেছে, ২৭ মে ও ৩ জুন সুযোগ থাকলেও নতুন কোনো ছবি মুক্তি দেওয়া হচ্ছে না। কোনো পরিচালক বা প্রযোজক রমজানের আগের এই দুই তারিখে ছবি মুক্তির ঝুঁকি নেননি বলেই এমনটা হয়েছে।

‘ভালোবাসা এমনই হয়’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম। সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। এর মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। শুরুতে এর নাম ছিলো ‘গুডমর্নিং লন্ডন’।  

অন্যদিকে নবাগত নায়ক রাফি সালমান ও নির্জনা অভিনীত ‘দিওয়ানা মন’ পরিচালনা করেছেন নুরুল ইসলাম প্রীতম। ২০ মে মুক্তির জন্য আবেদন করা থাকলেও শেষ পর্যন্ত মিমের ছবিটি মুক্তি পাবে না কি-না এ নিয়ে সন্দেহ আছে। প্রচারে না থাকার ঘটনা তেমনটাই ঈঙ্গিত করে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।