ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আমি এখন অ্যাডভোকেট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ২০, ২০১৬
‘আমি এখন অ্যাডভোকেট’ রত্না

‘আমি এখন অ্যাডভোকেট। দীর্ঘদিনের স্বপ্ন এবার সত্যি হলো’- কথাগুলো বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা রত্না।

সিনেমায় নয়, বাস্তবেই নিজের নামের পাশে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্ত করবেন তিনি। কারণ সাফল্যের সঙ্গে এলএলবি পাস করেছেন রত্না।  

রত্না ঢাকা ক্যাপিটাল ল’ কলেজ থেকে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন।
এই কলেজের পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে রত্না মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন। ৪৩৬ নম্বর পেয়েছেন তিনি।  

বৃহস্পতিবার  (১৯ মে) পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকে আনন্দে ভাসছেন নায়িকা। রত্না বাংলানিউজকে আরও বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স সম্পন্ন করার পর আইন বিষয়ের ওপর বিশেষ দূর্বলতা থাকায় এলএলবি কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি ভালো একজন অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখি। আর এখন থেকে নিয়মিত অভিনয় করবো। ’ 

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মে ২০, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।