ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশি ধারাবাহিকে জার্মান অভিনেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বাংলাদেশি ধারাবাহিকে জার্মান অভিনেতা 'সম্পর্ক'র দৃশ্যে অ্যানাটুল ফ্রেড্রিক

জার্মান অভিনেতা অ্যানাটুল ফ্রেড্রিক অভিনয় করলেন বাংলাদেশের ধারাবাহিক নাটকে। রায়হান খানের রচনা ও পরিচালনায় 'সম্পর্ক'তে দেখা যাবে তাকে।

এর চিত্রায়ন হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়াতে।  

নাটকে ফ্রেড্রিকের চরিত্রটি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। থাইল্যান্ডের পাতায়ায় এসে আবুল হায়াত ও তার পুত্র মাহফুজ আহমেদের সঙ্গে বিজনেস পার্টনার হিসেবে কাজ করেন তিনি।  

ধারাবাহিকের নির্বাহী প্রযোজক সাজু মুনতাসীর বাংলানিউজকে বললেন, 'নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ১৯৫২ এন্টারটেইনমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বার্লিন চলচ্চিত্র উৎসবে ফেড্রিকের পরিচয়। অভিনয়ের প্রস্তাব দিতেই তিনি সানন্দে রাজি হয়েছেন। তার কাজও দারুণ। দর্শকরা দেখলে অনেকদিন মনে রাখবেন তাকে। '

নাটকটির তৃতীয় পর্ব থেকে দেখা যাবে ফ্রেড্রিককে। 'সম্পর্ক'র অন্য অভিনয়শিল্পীরা হলেন তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, আরফান আহমেদ, নাদিয়া খান, নীলাঞ্জনা নীলা, এফএস নাঈম।  

বুধবার (১৫ জুন) থেকে সপ্তাহে চারদিন (রোববার থেকে বুধবার) রাত ৭টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘সম্পর্ক’।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।