ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মি. পাষাণ ইজ ব্যাক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
মি. পাষাণ ইজ ব্যাক! ‘মি. পাষাণ ইজ ব্যাক’ নাটকে সালাহউদ্দিন লাভলু ও সাবিলা নূর

একজন পাষাণ হৃদয়ের মানুষ হতে চান অনেক কিছু। কখনও প্রেমিক, কখনওবা নেতা।

এই চরিত্রটি লিখেছিলেন প্রয়াত ফারুক হোসেন। তার রচনায় পাষাণ মানুষকে নিয়ে তৈরি হয়েছে তিনটি নাটক। সবই পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তার প্রতি শ্রদ্ধা রেখে তৈরি হলো এ সিরিজের চতুর্থ কিস্তি।
 
এবারেরটির নাম ‘মি. পাষাণ ইজ ব্যাক’। যথারীতি পাষাণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু। আগের তিনবারও তিনিই ছিলেন এ ভূমিকায়। ‘মি. পাষাণ’-এ তার নায়িকা ছিলেন নুসরাত ইমরোজ তিশা। পরের কিস্তি ‘মি. পাষাণ এখন নেতা হতে চায়’ নাটকে দেখা যায় অপর্ণা ঘোষকে।
 
সিরিজের তৃতীয় কিস্তি ‘মি. পাষাণ ইন লাভ’-এ ছিলেন আনিকা কবির শখ। এবার লাভলুর বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী সাবিলা নূর। এতো কম বয়সী নায়িকার সঙ্গে লাভলুকে আগে কখনও দেখা যায়নি। এ ছাড়াও আছেন সাখাওয়াত হোসেন শিমুল ও প্রাণ রায়।
 
‘মি. পাষাণ ইজ ব্যাক’ প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বাংলানিউজকে বলেন, ‘ফারুক হোসেন দারুণ লিখতেন। পাষাণ চরিত্রটি তার অনবদ্য সৃষ্টি। তাকে খুব মিস করি। এবারের নাটকটি লিখেছেন মেজবাহউদ্দিন সুমন।
এটি ঈদে আরটিভিতে প্রচার হবে। ’
 
বাংলাদেশ সময়: ০১১২ ঘন্টা, জুন ১৯, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।