ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ইত্যাদি’তে আলমগীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
‘ইত্যাদি’তে আলমগীর

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আলমগীর ছিলেন যুবক। তখন বর্ষার সময় নৌকায় চড়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ঘুরে ঘুরে তাদেরকে গান গেয়ে শোনাতেন তিনি।

তাই মুক্তিযোদ্ধা চরিত্রের প্রতি তার দুর্বলতা আছে বরাবরই।  

সেই দুর্বলতা থেকেই ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'তে অভিনয় করলেন আলমগীর। এখানে তাকে দেখা যাবে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। চলচ্চিত্রের বাইরে দীর্ঘদিন পর টিভিতে অভিনয় করলেন তিনি।  

জানা গেছে, ঈদ ‘ইত্যাদি’তে রয়েছে চার মিনিট ব্যাপ্তির একটি বিশেষ পর্ব। এতে দেখা যাবে ভিনগ্রহের তিন মানব পৃথিবীতে এসে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়। বিদ্রুপাত্মক ও রসালো এই পর্বে উঠে এসেছে অনেক সমসাময়িক বিষয়।  

আলমগীরের সঙ্গে এতে অংশ নিয়েছেন অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং মডেল-অভিনেতা ইমন। তাদের সঙ্গে একটি দেশাত্মবোধক গানের পরিবেশনায় অংশ নিয়েছে ৩০ জন শিশু শিল্পী।  

বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ইত্যাদি’। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।