ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নূহাশপল্লীতে এতিম শিশুদের জন্য হুমায়ূন আহমেদের প্রিয় খাবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
নূহাশপল্লীতে এতিম শিশুদের জন্য হুমায়ূন আহমেদের প্রিয় খাবার হুমায়ূন আহমেদ

প্রয়াত নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আগামী ১৯ জুলাই। চার বছর হতে চললো না ফেরার দেশে আছেন গুণী মানুষটি।

২০১২ সালের ১৯ জুলাই মারা যান তিনি।

হুমায়ূন আহমেদে স্মরণে ১৯ জুলাই নূহাশপল্লীতে কোরানখানি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজকদের সঙ্গে এখানে থাকছে গাজীপুর এলাকার কয়েকটি এতিমখানার শিশুরা।

প্রয়াত শিল্পীর স্ত্রী মেহের আফরোজ শাওন বাংলানিউজকে বলেন, ‘বাদ জোহর দোয়া মাহফিলের পর আমরা হুমায়ূনকে স্মরণ করব এবং সব শিশুকে নিয়ে হুমায়ূনের প্রিয় খাবার উপভোগ করবো। ’

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।