ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাতিন ব্যান্ডের সঙ্গে চিরকুটের ‘অন্তরে বাহিরে’

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
লাতিন ব্যান্ডের সঙ্গে চিরকুটের ‘অন্তরে বাহিরে’ ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমেরিকার প্রখ্যাত ব্যান্ড টোয়েন্টিফোর হোরাসের সঙ্গে নতুন একটি গান তৈরি করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এর শিরোনাম ‘অন্তরে বাহিরে’।

গানটি প্রকাশিত হয়েছে রবি-ইয়ন্ডার মিউজিকে। এবার মুক্তি পেলো মিউজিক ভিডিও।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ঢাকার গুলশানে রবির প্রধান কার্যালয়ে অন‍ুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এখ‍ানে ভিডিওটি দেখানো হয়েছে। অনুষ্ঠানে চিরকুটের সদস্যরা গানটি সরাসরি পরিবেশনও করেন। তার আগে টোয়েন্টিফোর হোরাসের সদস্যদের রেকর্ড করা একটি ভিডিও বার্তা উপস্থাপন করা হয়েছে। তারা বলেছেন, ‘চিরকুটের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের ইচ্ছে আছে বাংলাদেশে আসবো। ’

‘অন্তরে বাহিরে’ গানটি লিখেছেন চিরকুটের কন্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি। তিনি জানান, ডোমিনিকান রিপাবলিক থেকে উদ্ভূত জনপ্রিয় লাতিন গানের ধারা ‘বাচাতা’ ঘরনার সঙ্গে বাংলা ফিউশন মিলিয়ে সাজানো হয়েছে গানটি। এর ভিডিও নির্মাণ করেছেন এরিস।

গানটির প্রোডিউসার হিসেবে কাজ করেছেন বিখ্যাত সংগীতশিল্পী এলকোভার। সমন্বয়ক হিসেবে ছিলেন অ্যাঞ্জেল ডি সুজা। তিনি শাকিরা, কোল্ডপ্লে, মেরুন ফাইভ ব্যান্ডের মতো বিখ্যাত সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জেএইচ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।