ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফেসবুক ব্যবহারের ইচ্ছে নেই: ফেরদৌস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
ফেসবুক ব্যবহারের ইচ্ছে নেই: ফেরদৌস ফেরদৌস-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চারদিকে তারকাদের ফ্যান-ফলোয়ার হিসেবের হিড়িক। ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে চলছে শোবিজ শিল্পীদের আত্মপ্রচার।

এমন একটি সময়ে অনেকটা বিপরীত স্রোতেই হাঁটছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। বিভিন্ন সামাজিক যোগাযোগ রক্ষার কোনোটিতেই নেই তিনি।  

শনিবার দুপুরে (২৩ জুলাই) বাংলানিউজের সঙ্গে আলাপে ফেরদৌস বলেন, ‘শুনেছি আমার নামে ফেসবুকে কয়েকটি আইডি ও পেজ রয়েছে। সত্যি বলতে এসবের একটিও আমি নিজে খুলিনি। ভক্তদের বলতে চাই, ফেসবুকে আমি নেই, ছিলাম না, ভবিষ্যতেও ফেসবুক ব্যবহারের কোনো ইচ্ছে নেই। ’

এর কারণ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা বলেন, ‘এসব আমার ভালো লাগে না। আমি কাজের মানুষ, কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। ’  

ইদানীং ফেসবুকে তার নামের ভুয়া আইডি ঘিরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ফেরদৌস। গুলশান ট্রাজেডিতে নিহত জঙ্গী নিবরাসের সঙ্গে নায়কের একটি ছবিকে ঘিরে নানা রকম কথাও ওঠে। ফেরদৌস জানান, ভক্ত হিসেবে যে কেউ-ই তার সঙ্গে ছবি তুলতে পারেন। সবার স্বভাব-চরিত্র তার পক্ষে জানা সম্ভব নয়।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এসও    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।