ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ নাসিরুদ্দিন শাহ ও রাজেশ খান্না

বলিউডের সুপারস্টার রাজেশ খান্নাকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সোমবার (২৫ জুলাই) টুইটারে ৬৭ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘তাকে (রাজেশ খান্না) আক্রমণ করার কোনো উদ্দেশ্য আমার ছিলো না।

ব্যক্তিগতভাবে যারা ক্ষুব্ধ হয়েছেন তাদের কাছে ক্ষমা চাইছি। ’

কয়েকদিন আগে নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে রাজেশ খান্নাকে নিম্নমানের অভিনেতা বলে মতামত জানান। সত্তর দশকে বলিউডে মাঝারি মানের লোকবলে ভরে যাওয়ার পেছনে রাজেশকেই দায়ী করেন তিনি।

নাসিরুদ্দিনের মতে, ‘অভিনেতা হিসেবে গন্ডির বাইরে যেতে পারতেন না রাজেশ খান্না। চারপাশ সম্পর্কে তার তেমন ধারণা ছিলো না। ’ বলাবাহুল্য এই মন্তব্য বলিউডের অনেকেই ভালোভাবে নেননি। ফলে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে তাকে।

টুইটারে রাজেশ খান্নার কন্যা টুইংকেল খান্না সমালোচনা করে লিখেছেন, ‘স্যার যদি জীবিতদের সম্মান দিতে না পারেন অন্তত মৃত মাঝারি মানের মানুষদের শ্রদ্ধা করুন, যারা কোনো প্রতি উত্তর দিতে পারবে না। ’

টুইংকেলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নির্মাতা করণ জোহর। তার কথায়, ‘তোমার কথায় আমি একমত। বড়দের প্রতি সম্মান জানিয়ে বলছি, এটা মোটেই ঠিক হয়নি এবং ভ্রাতৃত্বমূলক আচরণ নয়। ’

এদিকে নাসিরুদ্দিনের ক্ষমা চাওয়ার পরও হতাশা কমেনি টুইংকেলের। তিনি ক্ষমা করবেন না ইঙ্গিত দিয়ে টুইটারে লিখেছেন, “জনাব, মনে রাখবেন তিনি আমার কাছে সেই ব্যক্তি যিনি চলচ্চিত্রকে ভালোবাসতেন এবং ‘আনন্দ’, ‘অমর প্রেম’, ‘কটি পতঙ্গ’র মতো ছবিতে অভিনয় করেছেন। ধন্যবাদ সবার ভালোবাসার জন্য। ”

এখনও পর্যন্ত একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি নাসিরুদ্দিন ও টুইংকেল। তবে এ বছরের গোড়ার দিকে একটি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেছে তাদের। রাজেশ খান্নার স্ত্রী ডিম্পল কাপাডিয়া ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে পর্দা ভাগ করেছিলেন নাসিরুদ্দিনের সঙ্গে। আর টুইংকেলের স্বামী অক্ষয় কুমার ‘মোহরা’ ও ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে অভিনয় করেন নাসিরুদ্দিনের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।