ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দিনভর সাবিলা নূরের মুখে চুইংগাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
দিনভর সাবিলা নূরের মুখে চুইংগাম

‘পুরো একদিন সকাল থেকে রাত পর‌্যন্ত অন্তত ২০টি চুইংগাম খেয়েছি।   চুইংগাম চাবাতে চাবাতে মুখ ব্যথা হয়ে গিয়েছিলো’- বলছিলেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।

‘হেল-মেট’ নামের একটি নাটকের শুটিংয়ে দিনভর চুইংগাম চিবুতে হয়েছে তাকে।

গল্পে রাত্রি নামে টমবয় ধাঁচের চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। প্রতিটি দৃশ্যের প্রয়োজনে চুইংগাম খেয়েছেন তিনি। তাই দিনভর তার মুখে চুইংগাম ছিলো। বুধবার (২৭ জুলাই) দুপুরে মজার এই অভিজ্ঞতার কথা জানান তিনি।

নাটকটিকে প্রথমবার নিলয়ের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা। তার চরিত্রের নাম রৌদ্র। একদিন মোটরসাইকেল চালিয়ে রাস্তায় চলার পথে রাত্রির সঙ্গে দেখা হয়ে যায় তার। মেয়েটির বন্ধু রৌদ্রর মোটরসাইকেলের দুর্ঘটনায় পড়তে গিয়েও বেঁচে যায়। রাত্রি জোর করে দোষ চাপায় ছেলেটির কাঁধে। তার অভিযোগ রৌদ্র হেলমেট না পরায় এমন হয়েছে।

কয়েকদিন পর ঘটনাক্রমে আবারও দেখা হয়ে যায় রৌদ্র ও রাত্রির। তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। এদিকে রাত্রির বাবা মেয়ের জন্য ১৭ জন পাত্র দেখে ফেলেছেন। ১৮তম পাত্র দেখার দিন রৌদ্রকে সঙ্গে নিয়ে যায় রাত্রি। এরপরই ঘটতে থাকে মজার সব ঘটনা। হেলমেট না পরায় শুরু হওয়া শত্রুতা ক্রমান্বয়ে রাত্রির হেল-মেট হয়ে ওঠার মধ্য দিয়ে রৌদ্রের গল্পের  সফল সমাপ্তি হয়।

‘হেল-মেট’ প্রসঙ্গে সাবিলা বাংলানিউজকে আরও বলেন, ‘মেয়েটির নাম রাত্রি হলেও তার চালচলনে আছে রৌদ্রের প্রখরতা! এখানেই তাদের চরিত্রের নামের সার্থকতা আছে। রোজার ঈদের আগেই নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়। ’

আইভানহো মুকিতের লেখা নাটকটি পরিচালনা করেছেন মৈয়ূখ বারী। তিনি জানান, মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘হেল-মেট’ প্রচার হবে আগামী ৩০ জুলাই রাত ৯টায়।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।