ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শীর্ষে সালমান ও আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
শীর্ষে সালমান ও আলিয়া সালমান খান ও আলিয়া ভাট

বলিউডের মাসভিত্তিক তারকা জরিপ টাইম সেলেবেক্সে এবার শীর্ষস্থান দখল করলেন সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী আলিয়া ভাট। টাইমস সেলেবেক্সের জুন মাসের তালিকায় অভিনেতাদের মধ্যে সল্লু আর অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন মহেশ ভাটের কন্যা।

 

দুই নম্বর থেকে শীর্ষে উঠে আসা সালমান যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সুলতান’ ছবির প্রোমোর সুবাদে এবং কবির খানের পরিচালনায় ‘টিউবলাইট’-এ চুক্তিবদ্ধ হয়ে খবরে ছিলেন। এসবের সঙ্গে যুক্ত হয়েছে দুটি বিজ্ঞাপনচিত্র। সব মিলিয়ে এবারের র‍্যাঙ্কিংয়ে ১৭ স্কোর নিয়ে অভিনেতাদের দৌড়ে তিনি আছেন এক নম্বরে।

সেরা অভিনেত্রীর তালিকায় ১৭ স্কোর নিয়ে শীর্ষে থাকা আলিয়া ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে সেরা হয়েছেন। এ ছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবি নিয়ে আলোচনা তো ছিলোই। এসবের সঙ্গে যুক্ত হয়েছে তিনটি পণ্যের বিজ্ঞাপনচিত্র।

অভিনেতাদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ‘মহেঞ্জোদারো’ তারকা হৃতিক রোশন (১০ থেকে চার নম্বরে), ‘উড়তা পাঞ্জাব’-এর শহিদ কাপুর (১২ থেকে ছয়ে) ও ‘মাদারি’ তারকা ইরফান খানের (১৭ থেকে ১১ নম্বরে)।  

অভিনেত্রীদের মধ্যে লক্ষণীয় উন্নতি করেছেন ‘সুলতান’ তারকা আনুশকা শর্মা (৯ থেকে দুই নম্বরে), ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (১০ নম্বর থেকে চারে) ও ‘তিন’ তারকা বিদ্যা বালান (২১ থেকে ১৪ নম্বরে)। মে মাসে অভিনেতাদের মধ্যে শীর্ষে থাকা অমিতাভ বচ্চন ৯ নম্বরে আর অভিনেত্রীদের মধ্যে শীর্ষে থাকা কঙ্গনা রনৌত নেমে গেছেন ৩ নম্বরে।  

২০১২ সালের সেপ্টেম্বর থেকে প্রতি মাসে টাইম সেলেবেক্স প্রকাশিত হচ্ছে। ৬০টির বেশি পত্রিকা এবং ২৫০টির বেশি টিভি চ্যানেলের তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়ে থাকে। মাসভিত্তিক এই তারকা জরিপকে বলিউডের সবচেয়ে গ্রহণযোগ্য জরিপ মনে করা হয়।

বক্স অফিস সাফল্য, টিভি ও অনলাইনে ছবি ও তারকার প্রচার, ব্র্যান্ড পণ্যের দূতিয়ালি, তারকাদের জনপ্রিয়তা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের অংশগ্রহণ ও ভক্ত বা অনুসারীর সংখ্যাসহ এমন অনেক বিষয়ের সম্মিলনে তারকাদের র‌্যাংক ঠিক করা হয়, যাকে বলে ‘টি স্কোর’।  

বাংলাদেশ সময় : ০৯৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।