ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

খালি পায়ে ৬০ কিলোমিটারেরও বেশি দৌড়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
খালি পায়ে ৬০ কিলোমিটারেরও বেশি দৌড়!

রূপালি পর্দার সুপারহিরোদের কেরামতি নয়, বলিউড তারকা মিলিন্দ সুমন বাস্তবে সত্যিকার অর্থেই লৌহমানবের মতো কাজ করে দেখালেন। অবশ্য কষ্টসাধ্য জুরিখ ট্রায়াথলনে তিনি প্রমাণ করেছেন কেনো আয়রনম্যান উপাধি দেওয়া হলো তাকে।

 

এবার ‘দ্য গ্রেট ইন্ডিয়া রান’ শীর্ষক মাল্টি-সিটি ম্যারাথনের অংশ হিসেবে আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে খালি পায়ে দৌড়ালেন মিলিন্দ। গত ২৬ জুলাই প্রথম দিন আহমেদাবাদ থেকে আনন্দ পর্যন্ত ৬৭ কিলোমিটার দৌড়েছেন তিনি। প্রচুর উৎসাহ-উদ্দীপনা নিয়ে দ্বিতীয় দিন ৬২ কিলোমিটার দৌড়ান দীর্ঘদেহী এই মডেল।  

‘মেড ইন ইন্ডিয়া’ সেনসেশন মিলিন্দর মাথাভর্তি কাচাপাকা চুল। তাকে সবশেষ গত বছর সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয় করেন। এতে তাকে দেখা গেছে আমবাজি পান্ত চরিত্রে।  

* মিলিন্দ সুমনের দৌড়ানোর ভিডিও দেখতে ক্লিক করুন : 

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।