ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমি টেলিভিশন দেখি না: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
আমি টেলিভিশন দেখি না: বিদ্যা বালান বিদ্যা বালান

বিনোদন অঙ্গনে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের শুরুটা হয়েছিলো ছোট পর্দা থেকে। ১৯৯৫ সালে ‘হাম পাঁচ’ সিরিয়ালে চশমা পরা লাজুক মেয়ে রাধিকার ভূমিকায় দেখা গেছে তাকে।

যে মাধ্যম দিয়ে অভিনয়ের শুরু, সেই টিভি দেখারই নাকি সময় হয় না তার!

টেলিভিশন শিল্পে কী পরিবর্তন দেখেন তা জানতে চাইলে বার্তা সংস্থা আইএএনএস’কে মুম্বাই থেকে ফোনে বিদ্যা বলেন, ‘আমি নিয়মিত টেলিভিশন দেখি না। কারণ ধরে ধরে অনুষ্ঠান দেখা সম্ভব নয় আমার পক্ষে। অবশ্য স্ট্রিমিং অ্যাপ হটস্টারে প্রচারিত অনুষ্ঠানগুলো দেখা যায়। তবে মোদ্দা কথা আমি টেলিভিশন দেখি না। ’

‘দ্য ডার্টি পিকচার’ তারকা বিদ্যা জানান, ‘কাহানি টু’ ছবির দৃশ্যধারণের ফাঁকে জিন্দেগি চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখেছেন। ‘এ ছাড়া টেলিভিশন দেখিই না’-বললেন ৩৮ বছর বয়সী এই তারকা।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’র দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু’। এর চিত্রায়ন হয়েছে পশ্চিমবঙ্গের কালিমপংয়ে। সুজয় ঘোষের পরিচালনায় এতে আরও আছেন অর্জুন রামপাল। এটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ নভেম্বর। এ ছাড়া সৃজিত মুখার্জি পরিচালিত ‘বেগম জান’ ছবির কাজও করছেন বিদ্যা।    

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।