ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অক্ষয়ের ‘রুস্তম’ নিয়ে সালমানের বাজি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
অক্ষয়ের ‘রুস্তম’ নিয়ে সালমানের বাজি (ভিডিও) অক্ষয় কুমার ও সালমান খান

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মতে, তার ‘রুস্তম’ ছবির প্রচারণা করে সতীর্থ সুপারস্টার সালমান খান বড় মনের পরিচয় দিলেন। পাশাপাশি এটাকে চলচ্চিত্র শিল্পের ঐক্য চেতনা হিসেবেও দেখছেন ‘খিলাড়ি’ তারকা।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সালমানের সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গ এলে অক্ষয় মন্তব্য করেন, ‘সালমান নিজে থেকে আমার ছবির প্রচারণা করেছেন। এর মাধ্যমে বোঝা যায় আমরা সবাই ঐক্যবদ্ধ। বছরে ১৮০টি হিন্দি ছবি তৈরি হয় এবং বেশিরভাগই অসম্পূর্ণ থেকে যায়। আমরা রেসের ঘোড়া নই যে এগিয়ে থাকতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ’

যোগ করে ৪৮ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘বলিউডে অনেক কাজ আছে এবং পর্যাপ্ত অভিনেতা ও অভিনেত্রী নেই। এখানে আমাদের সবার জন্য প্রচুর জায়গা রয়েছে। এটি কোনো প্রতিযোগিতা না। ’

গত ২ আগস্ট সালমান টুইটারে একটি ভিডিও শেয়ার করে ভক্তদেরকে ‘রুস্তম’ দেখার আহ্বান জানান। ভিডিওতে ৫০ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘‘আমাদের চলচ্চিত্র শিল্পের রুস্তম-ই-হিন্দ ছবি আসছে, নাম ‘রুস্তম’। ১২ আগস্ট দেখে আসুন অক্ষয় কুমারের ছবি ‘রুস্তম’। ’’

এদিকে সালমানের মতো অভিনেতা রণবীর সিং ও নির্মাতা করণ জোহর ভিডিও পোস্টের মাধ্যমে ‘রুস্তম’ ছবির প্রচারণা করেছেন। এগুলো এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

‘এয়ারলিফট’ ছবির মাধ্যমে দর্শকদেরকে দেশপ্রেমের স্বাদ দেওয়ার পর ‘রুস্তম’-এ নৌবাহিনীর পোশাক গায়ে জড়িয়েছেন অক্ষয় কুমার। এতে কমান্ডার রুস্তম পাবরি চরিত্রে দেখা যাবে তাকে। কেএম নানাবতির জীবনের ছায়া অবলম্বনে সাজানো হয়েছে চিত্রনাট্য। যিনি নিজের স্ত্রীর প্রেমিককে খুনের চেষ্টা করেছিলেন। এ মামলা ভারতের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিলো।

ছবিটিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন ইলিয়েনা ডি’ক্রুজ। এ ছাড়াও অভিনয় করেছেন এশা গুপ্তা, অর্জন বাজওয়া। টিনু সুরেশ দেশাই পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। এটি প্রযোজনা করেছেন অক্ষয়ের ‘স্পেশাল ছাব্বিশ’ ও ‘বেবি’ ছবির পরিচালক নীরাজ পান্ডে।

* রুস্তম নিয়ে সালমান খানের ভিডিও :

* রুস্তম নিয়ে রণবীর সিংয়ের ভিডিও :

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।