ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাস্তার পাশে বসে দোয়েলের ভাত-তরকারি বিক্রি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
রাস্তার পাশে বসে দোয়েলের ভাত-তরকারি বিক্রি! দিলরুবা হোসেন দোয়েল

‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’র পর নাসিরউদ্দীন ইউসুফ পরিচালনা করেছেন তার তৃতীয় ছবি ‘আলফা’। এতে ভাত বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল।

তার চরিত্রের নাম গলেনূর।

মেয়েটি ঢাকা শহরের এক রাস্তার পাশে বসে ভাত-তরকারি বিক্রি করে। এখানে প্রান্তিক জনগোষ্ঠীই বেশি খেতে আসে। তাদেরই একজন রিকশা পেইন্টার আলফা। এই সূত্রে তাদের পরিচয়। ধীরে ধীরে এ সম্পর্ক রূপ নেয় পরিণতিতে। যান্ত্রিক শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে আলফার বেঁচে থাকার চিত্র তুলে ধরা হয়েছে এতে।

‘আলফা’য় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে দোয়েল বাংলানিউজকে বললেন, ‘‘২০১৪ সাল থেকে মডেলিং শুরু করি। এরপর এ ছবিতে কাজের প্রস্তাব পাই। ‘আলফা’র মাধ্যমেই অভিনয়ে আমার অভিষেক। তিন মাস মহড়া করে অনেক কিছু শিখতে হয়েছে। তবে সংলাপ আওড়াতে তেমন কোনো সমস্যা হতো না। ‘আলফা’ ছবিটি মুক্তির অপেক্ষা আছি। ’’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয় ‘আলফা’র কাজ। আর্থিক সংকটসহ নানা প্রতিকূলতায় ছবিটির সব কাজ এখনও শেষ হয়নি।

যাবতীয় কাজ সম্পন্ন করে কয়েকটি উৎসবে ছবিটি পাঠানোর ইচ্ছা আছে নাসিরউদ্দীন ইউসুফের। চলতি বছরেই প্রেক্ষাগৃহে ‘আলফা’ মুক্তি পাবে বলে জানান তিনি। এর কাহিনি ও চিত্রনাট্য তারই। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আলমগীর কবির। এ ছাড়াও আছেন এটিএম শামসুজ্জামানসহ নবীনশিল্পীরা।

এদিকে দোয়েলের হাতে আছে আরও দুটি ছবি। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ এবং দেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীকে ঘিরে এন রাশেদ চৌধুরী পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘চন্দ্রাবতী কথা’।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।