ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোট পর্দায় কবিগুরুকে স্মরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
ছোট পর্দায় কবিগুরুকে স্মরণ

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীল সমুদ্রে বাঙালিরা সর্বদাই হারিয়ে যাই। বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস।

কবিগুরুর স্মরণে টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। শনিবার (৬ আগস্ট) প্রচার হবে এগুলো। নির্বাচিত কয়েকটির খবর জেনে নিন।

* ‘কোন কাননের ফুল কোন গগণের তারা’ অনুষ্ঠানে পাপিয়া সারোয়ার। তার একক সংগীতানুষ্ঠানটি বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে বাংলাভিশনে।

* মহিউজ্জামান চৌধুরী ময়না ও শিমু দে। দেশ টিভির ‘তবু অনন্ত জাগে’ অনুষ্ঠানে গাইবেন তারা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ৯টা ৪৫ মিনিটে। এতে আবৃত্তি করবেন হাসান আরিফ।

* ‘সমাপ্তি’ নাটকে সজল ও সাবিলা নূর। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে রাত ৯টায়।

* ‘তুমি রবে নীরবে’ ছবিতে ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দুপুর ২টা ৪০ মিনিটে। পরিচালনায় মাহবুবা ইসলাম সুমী।

* রেজওয়ানা চৌধুরী বন্যা। চ্যানেল আইয়ে রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে তার পরিবেশনায় একক রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান।

* ‘গণমানুষের রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে পরিচালক ও উপস্থাপক শাইখ সিরাজ। রবীন্দ্রনাথের তৃণমূল মানুষের জীবন ভাবনা নিয়ে বিশেষ প্রতিবেদনটি চ্যানেল আইয়ে প্রচার হবে রাত ৯টা ৪৫ মিনিটে।

* শুধুই কবিগুরুর গান

বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।