ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুধুই কবিগুরুর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
শুধুই কবিগুরুর গান

* ছোট পর্দায় কবিগুরুকে স্মরণ

কবিগুরুর গান ও সাহিত্য বাঙালিদের সর্বাঙ্গে জড়িয়ে আছে শৈশব থেকে। রবীন্দ্রসংগীতে প্রশান্তি খুঁজে নেন শ্রোতারা।

তাদের বড় আশ্রয়ের জায়গা এই গানগুলো।

এবারের বাইশে শ্রাবণকে সামনে রেখে বেশ ক’জন নবীন-প্রবীণ কণ্ঠশিল্পী নতুন সংগীতায়োজনে রবীন্দ্রসংগীত গেয়েছেন। এসেছে বিশ্বকবির চিঠি নিয়ে আবৃত্তি অ্যালবামও।

কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’ জিপি মিউজিক অ্যাপে বেরিয়েছে সিএমভি থেকে। এর সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস। তারা হলেন সোহেল, পুলক, বাপ্পি ও সেলিম।

ঈগল মিউজিক বাজারে এনেছে কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী ও সিঁথি সাহার কণ্ঠে রবীন্দ্রসংগীতের দ্বৈত অ্যালবাম ‘রাবিন্দ্রীক’। সংগীতায়োজনে রোকন ইমন। সাতটি রবীন্দ্রসংগীতে শুধু পিয়ানো ব্যবহার করা হয়েছে।

লেজার ভিশন প্রকাশ করেছে রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে মকবুল হোসেনের ‘মেঘের ছায়ায়’, রবীন্দ্রনাথের জনপ্রিয় গান নিয়ে আঁখি বৈদ্যর ‘সে আমার গোপন কথা’ এবং মহাদেব ঘোষের সার্বিক তত্ত্বাবধানে হ্যাপী দাশের ‘মন উড়েছে উড়ুক নারে’। তিনটি অ্যালবামের সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এ ছাড়া এসেছে অজয় মিত্রের সংগীতায়োজনে তারই গাওয়া ‘শ্রাবণ দিনে’।

১৯১২ সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ নিয়ে সুকান্তর তৃতীয় আবৃত্তি অ্যালবাম ‘ছিন্নপত্র’ বের করেছে কান্ট্রি মিউজিক। দেশব্যাপী রঙ বাংলাদেশ ও দেশীদশে পাওয়া যাচ্ছে এটি। ‘ছিন্নপত্র’তে সংকলিত হয় ১৫১টি চিঠি। এর মধ্যে নির্বাচিত কিছু চিঠি নিয়ে বাণীবদ্ধ রূপে বের হয়েছে অ্যালবামটি।

* অদিতি মহসিনের দিন!

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।