ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
অস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন জ্যাকি চ্যান জ্যাকি চ্যান

অস্কারের ৮৮তম আসরে  মার্শাল আর্ট বিশেষজ্ঞ ও বিখ্যাত অভিনেতা জ্যাকি চ্যান আজীবন সম্মাননা পাচ্ছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি এ ঘোষণা দিয়েছে।

‘কুংফু পান্ডা’খ্যাত এই অভিনেতা ৮ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন। তিনি কখনো হংকং ভাষায় কখনো অভিনয় করেছেন,  কখনো লিখেছেন আবার পরিচালনাও করেছেন। ৩০টিরও বেশি মার্শাল আর্ট ছবি পরিচালনা করেছেন হলিউডের এই অভিনেতা।  

অস্কারে চ্যানের আজীবন সম্মাননা নিয়ে একাডেমির সভাপতি শেরিল বলেন,  ‘আমরা তার (জ্যাকি চ্যান) অসাধারণ সাফল্যে সম্মানিত ও  গর্বিত এবং আমরা নভেম্বরে গভর্নরস অ্যাওয়ার্ডস তার সঙ্গে উদযাপন করার জন্য উৎসাহ প্রকাশ করছি। ’  

এ বছরের নভেম্বরে লস এঞ্জেলেসে অস্কারের এই উৎসবের আয়োজন করা হয়েছে। আর গত আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ৬২ বছর বয়সী জ্যাকি চ্যান।   

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
টিএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।