ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আনন্দমেলা’র উপস্থাপক আল মনসুর ও পড়শী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
‘আনন্দমেলা’র উপস্থাপক আল মনসুর ও পড়শী আল মনসুর ও পড়শী

বিটিভির ঈদ ‘আনন্দমেলা’র উপস্থাপনায় দেখা যাবে দুই প্রজন্মের মেলবন্ধন। এবারের আয়োজন উপস্থাপনা করেছেন বর্ষীয়ান অভিনেতা আল মনসুর ও এ সময়ের কণ্ঠশিল্পী পড়শী।

 

এবারই প্রথম কোনো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেন পড়শী। এ ছাড়া তিনি একটি গানও গেয়েছেন। তার কথায়, ‌‘‘টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ লাগলো। প্রথম হলেও বেশ উপভোগ করেছি উপস্থাপনার কাজটি। আর ‘আনন্দমেলা’র মতো একটি অায়োজন উপস্থাপনা করতে পেরে আমি আনন্দিত। অনুষ্ঠানের ধরণ, বিষয় সব মিলিয়ে ভালো লেগেছে বলেই আগ্রহী হয়েছি উপস্থাপনায়। ’’

‘আনন্দমেলা’র থিম সং গেয়েছেন বাপ্পা মজুমদার ও কোনাল। এ ছাড়া রয়েছে কুমার বিশ্বজিতের গান, পদ্মাসেতু নিয়ে সম্মিলিত কণ্ঠে গান (এমএস রানা, সাব্বির, রাজিব, রাশেদ এবং সেরাকণ্ঠর রিপন)।

থাকছে নবাব সিরাজউদ্দৌলার ভূমিকায় মামুনুর রশীদের অভিনয়। প্রযুক্তির বিবর্তনে বদলে যাওয়া জ্ঞানচর্চার ধারা নিয়ে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও তার নাতি। ছোট ভাইকে খুঁজতে ২০৮০ সাল থেকে ২০১৬ সালে আসা একটি চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমু। আছে এ প্রজন্মের এক টোকাইয়ের অভিনয়।  

ডাংগুলি ও ক্রিকেট পর্বে অংশ নিয়েছেন ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল। রয়েছে ‘সুজনসখী’ আর এই প্রজন্মের ‘মনপুরা’ চলচ্চিত্র নিয়ে পর্ব। নৃত্যশিল্পী রেখার কত্থক নৃত্যের সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন এই প্রজন্মের ট্যাপ ড্যান্সাররা।  

অনুষ্ঠানটির আরেক উপস্থাপক আল মনসুর বলেন, ‘‘আমরা যখন নাটকে বা টিভিতে কাজ শুরু করেছি, অনেকেই বকা দিয়েছেন, ধমক দিয়েছেন। তাদের মন্তব্য ছিলো, এদের দিয়ে কিচ্ছু হবে না, সব নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। এখন এই প্রজন্মের শিল্পীদেরও একই ধরনের কথা শুনতে হচ্ছে আর আমাদের বলছে, ‘আহা আপনাদের সময়টা ছিল গোল্ডেন টাইম। ’ আমাদের বিশ্বাস এই প্রজন্মের শিল্পীরাও একসময় একই অভিজ্ঞতার মুখোমুখি হবেন। আসলে আমাদের সবসময়ই সোনালি সময়। অতীতের সোনালি সময়গুলো যেভাবে গড়ে দিয়েছে আজকের দিন, তেমনি আজকের দিনগুলোই কিন্তু গড়ে তুলছে একটি সোনালি ভবিষ্যৎ। এই কথাটাই আমরা বলতে চেয়েছি এবার। ’’ 

‘আনন্দমেলা’ সমন্বয় করেছেন এম এস রানা। প্রযোজনায় মাহফুজা আক্তার। ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।