ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রেমের সাতটি গান নিয়ে সাতটি নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
প্রেমের সাতটি গান নিয়ে সাতটি নাটক ‘আমার হিয়ার মাঝে’র দৃশ্যে সুবর্ণা মুস্তাফা, (ডানে) ‘এই পথ যদি না শেষ হয়’ নাটকে সাফা কবির ও তাহসান

প্রেম, বিরহ, আবেগসহ নানান অনুভূতির কথা বলে গান। কিছু গানে থাকে জীবনের গল্প।

এমন সাতটি গানের ভাব অবলম্বনে তৈরি হলো সাতটি প্রেমের নাটক। সাতজন পরিচালকের নির্দেশনায় এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা।  

গানগুলো হলো- লাকী আখান্দের ‘আগে যদি জানতাম’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, সোলস ব্যান্ডের ‘মন শুধু মন ছুঁয়েছে’ ও ‘কেনো এই নিঃসঙ্গতা’, সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘এ কি সোনার আলোয়’, উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘এই পথ যদি না শেষ না হয়’, সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘এখন তো সময় ভালোবাসার’।  

দুই বাংলার জনপ্রিয় সাতটি গান নিয়ে সাজানো এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘রোমান্টিক ড্রামা ফেস্ট’। সাতটি নাটকেই ব্যবহার হয়েছে কালজয়ী গানগুলোর কিছু অংশ। জিটিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতি রাত সাড়ে ৮টায় দেখা যাবে এগুলো।  

ঈদের দিন ফরহাদ আহমেদের ‘আগে যদি জানতাম’ (সজল, মৌসুমী হামিদ), ঈদের দ্বিতীয় দিন মাসুম শাহরিয়ারের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘আমার হিয়ার মাঝে’ (সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, মম), ঈদের তৃতীয় দিন এস শাহিনের ‘মন শুধু মন ছুঁয়েছে’ (সিয়াম, সাবিলা নূর), ঈদের চতুর্থ দিন মিজানুর রহমান আরিয়ানের ‘কেনো এই নিঃসঙ্গতা’ (জন, মিথিলা)।  

ঈদের পঞ্চম দিন মাসুম শাহরিয়ারের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘এ কি সোনার আলোয়’ (আফসানা মিমি, আজাদ আবুল কালাম), ঈদের ষষ্ঠ দিন হিমির ‘এই পথ যদি না শেষ হয়’ (তাহসান ও সাফা কবির) ও ঈদের সপ্তম দিন গৌতম কৈরীর ‘এখন তো সময় ভালোবাসার’ (অপূর্ব, মম)।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।