ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিউজিক্যাল প্রিমিয়ার লিগে সেরা খুলনা খঞ্জনিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
মিউজিক্যাল প্রিমিয়ার লিগে সেরা খুলনা খঞ্জনিস ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর

সংগীতভিত্তিক রিয়েলিটি শো সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের (এমপিএল) শেষ হাসি হাসলো খুলনা খঞ্জনিস। ঢাকা ঢোলকসকে হারিয়ে প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন তারা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে জমকালো আয়োজনে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।  

পুরস্কার হিসেবে খুলনা খঞ্জনিস পেয়েছে দশ লাখ টাকা ও একটি ৩৬ ইঞ্চি এলইডি টিভি। রানারআপ ঢাকা ঢোলকস পেয়েছে পাঁচ লাখ টাকা ও একটি রেফ্রিজারেটর। এ ছাড়া ‘কুরকুরে পাওয়ার অব ফাটাফাটি পারফর্ম্যান্স অব দ্য ডে’ পুরস্কার জেতেন ঢাকা ঢোলকসের প্রতিযোগী মাটি। তার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন কুরকুরের শুভেচ্ছাদূত অভিনেত্রী অপি করিম।

বিজয়ী দলকে অভিনন্দন ও রানারআপ দলকে শুভেচ্ছা জানাতে মঞ্চে আরও ছিলেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ, ট্রান্সকম ফেডারেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক খুরশীদ ইসলাম চৌধুরী, এশিয়াটিক থ্রি সিক্সটির ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের প্রমুখ।  

গ্র্যান্ড ফিনালেতে ঢাকা ঢোলকস নাকি খুলনা খঞ্জনিস আগে সংগীত পরিবেশন করবে তা নির্ধারণের জন্য আয়োজন করা হয় টসের। অনুষ্ঠানের শুরুতেই দুই দলের পক্ষ থেকে টস করতে মঞ্চে ওঠেন দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও সৌম্য সরকার। অনুষ্ঠানে টস ভাগ্যে জেতেন ঢাকার ছেলে আশরাফুল।  

ঢাকা ঢোলকসের হয়ে আইকন সিঙ্গার নিশিতা বড়ুয়া ও খুলনা খঞ্জনিসের আইকন সিঙ্গার সাব্বির নিজ নিজ দলকে নেতৃত্ব দেন। দুই দলের চারজন করে প্রতিযোগী অংশ নেন পাঁচটি রাউন্ডে। ঢাকা ঢোলকসের হয়ে গানে গানে লড়েছেন রাখি, বনি, বিপুল ও সুজন। খুলনা খঞ্জনিসের হয়ে লড়েন নাফিস, মাটি, মাহানজি ও আল সাবা।  

ঢাকা ঢোলকস ও খুলনা খঞ্জনিসের আট প্রতিযোগী প্রথমে নিজ নিজ দলের থিম সং পরিবেশন করেন। এরপর পিয়ানোর তালে দুই দলের দু’জন প্রতিযোগী গান গেয়েছেন। গানের সঙ্গে নৃত্যশিল্পীদের নাচ বাড়তি মাত্রা যোগ করে। এ পর্বের নাম ছিলো ‘পিয়ানো রাউন্ড’।

তৃতীয় পর্বটি সাজানো হয় দ্বৈত গানে। দুই দল থেকে একজন ছেলে ও একজন মেয়ে প্রতিযোগী এ পর্বে দ্বৈত গান পরিবেশন করেন। ‘ফেস অব রাউন্ডে’ দুই দলের দু’জন প্রতিযেগী মুখোমুখি হয়ে পরিবেশন করেন ‘মন্দ লোকে যদি আড়ি পতে শুনে ফেলে’।

পঞ্চম রাউন্ডের নাম দেওয়া হয় ‘ম্যাডলি রাউন্ড’। এ পর্বের শুরুতে খুলনা খঞ্জনিসের আইকন শিল্পী সাব্বির তার দলের চার প্রতিযোগীকে নিয়ে গেয়েছেন সমবেত কণ্ঠে। একইভাবে ঢাকা ঢোলকসের আইকন শিল্পী নিশিতা তার দলের চার প্রতিযোগীকে নিয়ে সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন। এই পাঁচটি রাউন্ডের ফলাফলের ভিত্তিতে বিচারকরা বিজয়ী দল হিসেবে খুলনা খঞ্জনিসের নাম ঘোষণা করেন।

সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের বাকি ছয় দলের আইকন শিল্পীরাও এসেছিলেন মঞ্চে। তাদের মধ্যে কণ্ঠশিল্পী সন্দিপন, মাহাদি, পারভেজ, সালমা, পুতুল ও দিঠি আনোয়ার নিজেদের জনপ্রিয় গানগুলোর কিছু অংশ গেয়ে শোনান। গান গেয়েছেন তিন বিচারকও। শাকিলা শর্মা ‘দুষ্টু করে মিষ্টি বলো’, বাপ্পা মজুমদার ‘তুমি আমার বায়ান্ন তাস’ ও পার্থ বড়ুয়া গেয়েছেন ‘কেনো এই নিঃসঙ্গতা’।  

এ ছাড়া প্রয়াত নায়ক সালমান শাহ স্মরণে নেচেছেন চিত্রনায়ক ফেরদৌস ও এ সময়ের মডেল-অভিনেত্রী তানজিন তিশা। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। পরিচালনা করেন তাহের শিপন।

* সালমান শাহ স্মরণে নাচলেন ফেরদৌস
* গানের প্রতিযোগিতার মঞ্চে সৌম্যকে টসে হারালেন আশরাফুল
* ঢাকা ঢোলকস নাকি খুলনা খঞ্জনিস?

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬  
জেএমএস/এসএনএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।