ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিয়াম-সাবিলাকে সাংকেতিক ভাষা শেখাতে প্রশিক্ষক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
সিয়াম-সাবিলাকে সাংকেতিক ভাষা শেখাতে প্রশিক্ষক সিয়াম আহমেদ ও সাবিলা নূর

কানে শোনে না ও কথা বলতে পারে না এমন একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার এ সময়ের অভিনেত্রী সাবিলা নূর। ‘মন শুধু মন ছুঁয়েছে’ নামের একটি নাটকে তাকে এভাবে পাওয়া যাবে।

 

সোলসের জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’র ভাব অবলম্বনে নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন শিহাব শাহিন। এতে সাবিলা অভিনয় করছেন সিয়াম আহমেদের সঙ্গে। এবারই প্রথম তাদেরকে একফ্রেমে দেখা যাবে।

গল্পে দেখা যাবে, ফেসবুকে পরিচয় হয় সাবিলা ও সিয়ামের। সাবিলার অনিচ্ছা স্বত্ত্বেও সিয়ামের সঙ্গে হঠাৎ একদিন দেখা হয়ে যায় তার। সাবিলা বধির জেনে তার সঙ্গে আর যোগাযোগ রাখে না ছেলেটি। এক বছর পর হঠাৎ তাদের আবার দেখা হয়। সাবিলা জানতে পারে এই এক বছর সাংকেতিক ভাষা প্রশিক্ষণ নিতে ব্যস্ত ছিলো সিয়াম।  

সাবিলা বাংলানিউজকে বললেন, ‘বধির চরিত্রে প্রথমবার অভিনয় করছি। বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে এই চরিত্রে নিজেকে আবিস্কার করতে। এজন্য সাংকেতিক ভাষার বই পড়েছি। কিছু কিছু ভাষা শেখারও চেষ্টা করছি। সেটে একজন প্রশিক্ষক আছেন, তিনিই আমাদেরকে এই সাংকেতিক ভাষার ব্যবহারগুলো শিখিয়ে দিচ্ছেন। ’

বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে উত্তরার একটি শুটিং হাউজে ‘মন শুধু মন ছুঁয়েছে’র দৃশ্যধারণ শুরু হয়েছে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঈদুল আজহার তৃতীয় দিন জিটিভিতে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।