ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চাঙ্গা হতে কৃষিজমিতে চাষ করেন নওয়াজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
চাঙ্গা হতে কৃষিজমিতে চাষ করেন নওয়াজ নওয়াজুদ্দিন সিদ্দিকি

কোনো ছবির সেট নয়, উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল বুধানার কৃষিজমিতে চাষ করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। পৈতৃক সরিষা ক্ষেতে ঘাম ঝরালেন তিনি।

তার চাওয়া, অন্তত এ ক্ষেত্রে যেন গ্রামবাসী তাকে তারকা না মনে করেন!

তারুণ্যের সময় থেকেই চাষবাসে অভ্যস্ত ‘গ্যাংস অব ওয়াসেপুর’ তারকা নওয়াজ। যদিও তার বাবা সবসময় পুত্রকে পড়ালেখার দিকে জোর দিতে বলতেন। ৪২ বছর বয়সী এই তারকা রসায়নে ডিগ্রি পেয়েছেন। কিন্তু কৃষিকাজের প্রতি তার ভালোবাসা চুল পরিমাণও কমেনি।

সম্প্রতি উত্তর প্রদেশের ‘কিসান বীমা যোজনা’ (কৃষকদের বীমা পরিকল্পনা) প্রচারণার শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন নওয়াজ। এমন উদ্যোগের সঙ্গে নিজের সম্পৃক্তি আছে বলে মনে হচ্ছে তার। এনডিটিভিকে তিনি বলেন, ‘কৃষকদের সঙ্গে মতবিনিময়ের সুবাদে তাদের সমস্যা ভালোভাবে বুঝতে পারছি। ব্যক্তিগতভাবে আমি চাষবাসে অভ্যস্ত। তাই কৃষকরা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হন তা জানি। উন্নত গবেষণালব্ধ পদক্ষেপের মাধ্যমে কৃষকদের অবস্থার উন্নতি করাই কিসান বীমা যোজনা কর্মসূচির লক্ষ্য। ’

গ্রামে এসে কৃষিজমিতে চাষ ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ তারকা নওয়াজের কাছে শরীরটাকে চাঙ্গা করা আর অনুপ্রেরণা নেওয়ার। গ্রামবাসীকে পর্যবেক্ষণ করে ও তাদেরকে বুঝে ছবিতে কাজ করার সময় তিনি তা কাজে লাগান বলেও জানিয়েছেন। তার কথায়, ‘তালাশ ছবিতে যে চরিত্রে অভিনয় করেছি, সে এই গ্রামেরই কেউ। অনুপ্রেরণা খুঁজতে আমি সবসময় শেকড়ের কাছে ফিরে আসি। ’

নওয়াজকে সবশেষ সোহেল খান পরিচালিত ‘ফ্রিকি আলি’ ছবিতে গলফার চরিত্রে দেখা গেছে। শিগগিরই পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর জীবন নির্ভর চলচ্চিত্রের কাজ শুরু করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।