ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজায় সমরজিৎ রায়ের ‘গোধূলিবেলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
দুর্গাপূজায় সমরজিৎ রায়ের ‘গোধূলিবেলা’ সমরজিৎ রায়

বাংলা ও হিন্দি গানের কণ্ঠশিল্পী সমরজিৎ রায় ভারত ও বাংলাদেশে নিয়মিত গান করছেন। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে বের হচ্ছে তার নতুন একক অ্যালবাম ‘গোধূলিবেলা’।

এটি বাজারে আনছে বাংলা ঢোল।

‘গোধূলিবেলা’য় গান রয়েছে ৮টি। ‘তোমার কাছে’ শিরোনামে একটি দ্বৈত গানে সমরজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতীয় গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত। রয়েছে মৃণাল চক্রবর্তী, পুলক বন্দোপাধ্যায়, বটকৃষ্ণ দে, জি কে দত্ত, অজয় দাস ও সমরজিতের লেখা ও সুর করা গান। সব গানের সংগীতায়োজন করেছেন রকেট মন্ডল। এর মধ্যে দ্বৈত গানটির পুনঃসংগীতায়োজন করেছেন জে. কে. মজলিশ।

নতুন অ্যালবাম নিয়ে আশাবাদী সমরজিৎ। তার মতে, ষাটের দশকের প্রতিচ্ছবি মিলবে তার গানগুলোর কথা, সুর ও গায়কীতে। এগুলো তৈরি করতে গিয়ে গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছেন বলেও জানান তিনি।

গানগুলোর শিরোনাম- ‘ভুলে যেতে বোলো না, ‘সুনয়নী’, ‘তোমার কাছে’, ‘নীলিমা’, ‘পথ চেয়ে থাকি’, ‘অভিমান’, ‘সেদিন আমার’ ও ‘গোধূলিবেলা’। আটটি গানই শোনা যাচ্ছে বাংলা ঢোল অ্যাপস ওয়াপ, বাংলা ঢোল ডটকম ও ৪৬৪৬ নম্বরে ডায়াল করে। ইতিমধ্যে একটি গানের ভিডিও তৈরি হয়েছে। এটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান। ভিডিওটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে বাংলাফ্লিক্স ভিডিও চ্যানেলে।

শুক্রবার (৭ অক্টোবর) ‘গোধূলিবেলা’র মোড়ক খোলা হবে। বাংলাদেশে এটি সমরজিতের তৃতীয় অ্যালবাম। অন্যগুলো হলো বাংলা অ্যালবামগুলো হলো ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ জালোটার সঙ্গে দ্বৈত ‘অচেনা একটা দিন’, একক অ্যালবাম ‘এক চিলতে রোদ’ ও রবীন্দ্রসংগীতের দ্বৈত অ্যালবাম ‘রবিরঞ্জনী’।

সমরজিতের হিন্দি তিন অ্যালবামের মধ্যে ‘তেরাতসব্বুর’ ২০১১ সালে ভারতের জিমা অ্যাওয়ার্ডসে সেরা জনপ্রিয় অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়। চলতি বছর বাংলাদেশে লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড পান সমরজিৎ।

বাংলাদেশের ছেলে সমরজিৎ রায় ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির গান্ধর্ভ মহাবিদ্যালয়ে শাস্ত্রীয়সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন ও সমগ্র ভারতের গান্ধর্ভ মহাবিদ্যালয়ের সঙ্গীত বিশারদের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় পান ডি বি পলুস্কর অ্যাওয়ার্ডসহ আটটি পুরস্কার। পরে গান্ধর্ভ মহাবিদ্যালয়ে তিনি প্রায় ১১ বছর শাস্ত্রীয়সংগীত বিষয়ে শিক্ষকতা করেন।

বাংলাদেশ সময় : ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।