ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতায় মহাপূজো প্রতিযোগিতার বিচারক জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
কলকাতায় মহাপূজো প্রতিযোগিতার বিচারক জয়া জয়া আহসান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলকাতার ২৪ ঘণ্টা চ্যানেলের পক্ষে একদিনেই ১০টি দুর্গা ঘুরে দেখলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ২৪ ঘণ্টা মহাপূজো প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

দুর্গা দর্শনের সময় জয়া পরেন ঢাকার বিশ্বরঙ থেকে উপহার পাওয়া শাড়ি। তিনি বলেছেন, ‘এটা দারুণ এক অভিজ্ঞতা। ২৪ ঘণ্টা মহাপূজো প্রতিযোগিতার বিচারক হতে পেরে আমি আনিন্দিত। একদিনেই ১০টি দুর্গাকে দেখেছি। ’

জয়া জানান, সেরা বারোয়ারির শিরোপা পেয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ। এই পূজায় তুলে ধরা হয়েছে ভূটান। প্রতিবেশি দেশের সংস্কৃতি, স্থাপত্য, কৃষ্টিই তাদের আকর্ষণ। রানারআপ হয়েছে সেলিমপুর পল্লী দুর্গোৎসব।

সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে নাকতলা উদয়ন সংঘ। অন্তঃস্বার ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে গড়া হয়েছে প্রতিমা। সেরা সৃজনের পুরস্কার পেয়েছে বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ। এ ছাড়া দেবী সালঙ্কারা বিভাগে দমদম ভারতচক্র এবং ছোট পূজোর সেরা পূজোতে সেরা ৯৫ পল্লী যোধপুর পার্ক।


আরও পড়ুন>>>
* কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে জয়া আহসান

বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।