ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অমিতাভের জন্য সানি লিওনের র‌্যাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
অমিতাভের জন্য সানি লিওনের র‌্যাপ অমিতাভ বচ্চন ও সানি লিওন

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ৭৪তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে র‌্যাপ গাইলেন অভিনেত্রী সানি লিওন। তিনি এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

সুদূর মার্কিন মুলুক থেকে টুইটারে অল্প কিছুক্ষণের একটি ভিডিও শেয়ার করেছেন সানি। এতে দেখা যাচ্ছে, বাড়ির পেছনের আঙিনায় দাঁড়িয়ে নেচে গাইছেন তিনি।

টুইটারে মঙ্গলবার (১১ অক্টোবর) দিনভর ট্রেন্ডিং করেছে র‌্যাপ ফর এবি হ্যাশট্যাগ। গায়ক বাবা সেহগালও যোগ দিয়েছেন সানি লিওনের সঙ্গে। তিনিও র‌্যাপ গেয়েছেন বিগ বিকে শুভেচ্ছা জানাতে। দু’জনই টাটা স্কাই বিজ্ঞাপনে অমিতাভের গাওয়া র‌্যাপ ‘ইও সে ইও সে’ গেয়েছেন।

অমিতাভের ৭৪তম জন্মদিনে অনেকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‌‘আপনার বৈচিত্রময়তা ও নম্রতার গুণমুগ্ধ অসংখ্য। আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি। ’

এ ছাড়াও টুইটে শুভেচ্ছা জানান ‘অমর আকবর অ্যান্থনি’ (১৯৭৭) ছবির সহশিল্পী ঋষি কাপুর, ‘শামিতাভ’ (২০১৫) ছবির সহশিল্পী ধানুষ, অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা সুরজ পাঞ্চোলি।

দীর্ঘ চলচ্চিত্র জীবনে অমিতাভের সুপারহিট ছবির তালিকায় উল্লেখযোগ্য ‘দিওয়ার’ (১৯৭৫), ‘জঞ্জির’ (১৯৭৩), ‘শোলে’ (১৯৭৫), ‘ডন’ (১৯৭৮), ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘ব্ল্যাক’ (২০০৫), ‘সরকার’ (২০০৫), ‘পা’ (২০০৯), ‘পিকু’ (২০১৫) প্রভৃতি। এ বছর তার ‘পিঙ্ক’ সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

২০০৫ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন অমিতাভ। এর দুই বছর পর চলচ্চিত্র দুনিয়ায় অনবদ্য অবদানের জন্য ফ্রান্স সরকার তাকে নাইট অব দ্য লিজিয়ন অব অনার খেতাবে ভূষিত করে।

* সানি লিওনের র‌্যাপ দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময় : ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।