ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিয়াটলে পুরস্কৃত হচ্ছেন ফারুকী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
সিয়াটলে পুরস্কৃত হচ্ছেন ফারুকী মোস্তফা সরয়ার ফারুকী

দক্ষিণ এশীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে পুরস্কার দিতে যাচ্ছে সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে তিনি পাচ্ছেন তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড।

আগামী ২০ অক্টোবর উৎসবে প্রদর্শিত হবে ফারুকীর ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এর প্রদর্শনী শেষে তিনি হাজির হবেন মঞ্চে। তখনই তার হাতে তুলে দেওয়া হবে তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড।

ফারুকীর হাস্যরসধর্মী ছবিটির গল্প এক তরুণকে ঘিরে যে তার নিজের ফ্যান্টাসির জগতে ডুবে থাকে। নিজের সমস্যা নিজে সমাধান করে সে। বাস্তবতা তার সমস্যা। আর ফ্যান্টাসি হলো সমাধান। বাস্তব জীবনের নানান বঞ্চনা মোকাবেলায় নিজের ফ্যান্টাসির জগতকে বিকশিত করে সে। এ চরিত্রে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু।

আয়োজকদের ফারুকী বলেছেন, ‘আমার সব অনুপ্রেরণা, চরিত্র ও গল্প সাধারণত চারপাশ থেকেই ধার করি। এসব চরিত্র, গল্প, দর্শন, ভিজ্যুয়াল মেজাজ সবকিছুই একে অপরের সঙ্গে সম্পৃক্ত। ’

‘পিঁপড়াবিদ্যা’ ছাড়া ফারুকী অন্য ছবিগুলো হলো ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’। এগুলো বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। পেয়েছে পুরস্কারও।

ফারুকী এখন ‘ডুব’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ করছেন। এতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতাি ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্নো মিত্র প্রমুখ। আগামী বছর গুলশান ট্র্যাজেডি নিয়ে ‘হলি বেকারি’ নামের নতুন ছবির কাজে হাত দেবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।